Germany on next level of Euro

গ্রুপ এ থেকে শীর্ষ অবস্থানে থেকে ইউরো কাপের শেষ ষোলোয় চলে গেল জার্মানি।তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুইজারল্যান্ডের কাছে আটকে গেল তাঁরা।  ১-১ স্কোরে খেলা শেষ হওয়ায় তিন ম্যাচে ৭ পয়েন্ট পাওয়ার সৌজন্যে প্রথম দল হিসাবে পরের রাউন্ডে গেল জার্মানি , অন্যদিকে এই ম্যাচ থেকে ১ পয়েন্ট পেয়ে মোট ৪ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে গেল সুইসরাও।

খেলার শুরুতে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ ছিল জার্মানির, ১৭ মিনিটে করা আন্দ্রিচের গোল ভার প্রযুক্তির সৌজন্যে বাতিল হয়, এরপর ২৮ মিনিটেই গোলের দেখা পায় সুইৎজারল্যান্ড। এনডোয়ে গোল করে ১-০ এগিয়ে দেন সুইসদের। পিছিয়ে পড়ে আয়োজক দেশ। প্রথমার্ধে পিছিয়ে থেকেই দ্বিতীয়ার্ধের খেলা শুরু করেন জার্মানরা। শুরু থেকেই আক্রমণে আসে  নাগেলসম্যানের ছেলেরা।  ৫০ মিনিটে মুসিয়ালার নেওয়া দুরন্ত শট সেভ দেন সুইস গোলরক্ষক ইয়ান সোমার। ৫৪ মিনিটে ক্রুজের নেওয়া জোরালো শট একটুর জন্য লক্ষ্যভেদ হয়। ৭০ মিনিটে সুইসদের নিশ্চিত পতন আবারো রক্ষা করেন গোলরক্ষক সোমার। ৮৩ মিনিটে ভারগাসের করা গোল অফসাইডের জন্য বাতিল হয়। নির্ধারিত ৯০ মিনিটে খেলার স্কোর ১-০ থাকলেও অতিরিক্ত সময়ে কাঙ্খিত গোলের দেখা পায় জার্মানি। দুরন্ত হেডারে গোল করে জার্মানিকে সমতায় ফেরান নিকলাস ফুলক্রুগ। তাঁর হেডার এতটাই নিখুঁতভাবে তিনি প্লেসিং করেছিলেন, যে গোলরক্ষক সোমার ডাইভ পর্যন্ত দিতে পারেননি। অবশেষে ম্যাচ শেষ হয় ১-১ গোলে।