Euro Cup 2020: ইউরো কাপে আজ জমজমাট ম্যাচ, জানুন কখন কার খেলা

বুদাপেস্ট, ১৫ জুন: ইউরো কাপ (Euro Cup 2020) ফুটবল একেবারে জমে গিয়েছে। টানাটান ম্যাচ থেকে মাঠে ফুটবলারের অসুস্থ হয়ে লুটিয়ে পড়া। প্রথমবার কোনও দেশের খেলতে নামা থেকে, মাঝমাঠ থেকে দারুণ গোল। সব কিছুই মাত্র দিন চারেকের মধ্যে ঘটে গিয়েছে। আজ চলতি ইউরো কাপের পঞ্চম দিন (Euro 2020 Day 5 Schedule)। মঙ্গলবার ইউরো কাপে জমজমাট দুটি ম্যাচ। আজ সন্ধ্যায় কোনও খেলা নেই। দুটো খেলাই রাতে।

ভারতীয় সময় রাত সাড়ে ৯টায় এবারের ইউরোয় প্রথম ম্যাচে খেলতে নামছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গতবারের চ্যাম্পিয়ন রোনাল্ডোর পর্তুগালের প্রথম ম্যাচের প্রতিপক্ষ হাঙ্গেরি। রাত সাড়ে ১২টায় আজ মুখোমুখি বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ও ইউরোয় সবচেয়ে সফল দেশ জার্মানি। আজকের দুটো ম্যাচই গ্রুপ অফ ডেথ-এর। মানে যে গ্রুপটা এবারের ইউরোয় একেবারে কঠিনতম হয়েছে। তাই এই গ্রুপে হার মানেই নক আউটে অনিশ্চিত হয়ে পড়া। ইউরো কাপে টানা ১১টা ম্যাচে অপরাজিত থাকার নজির নিয়ে আজ নামছে পর্তুগাল। হাঙ্গেরি সীমিত শক্তি নিয়ে রোমাল্ডোদের চমকে দিতে চান। অন্যদিকে, রাশিয়া বিশ্বকাপে নিখুঁত ফুটবল খেলে চ্যাম্পিয়ন হওয়া ফ্রান্সের লক্ষ্য এবারের ইউরো জেতা। জার্মানির কাছে এবারের ইউরো বিশ্ব ফুটবলে ফিরে আসার। ২০১৮ বিশ্বকাপে গ্রুপ লিগ থেকে বিদায় নেওয়ার পর, জার্মান ফুটবলে সুদিনের দেখা নেই। ক দিন আগে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে নর্থ মেসিডোনিয়ার কাছেও তারা হেরে যায়। সব ব্যর্থতা ভুলে আজ জয় দিয়ে ইউরো শুরু করতে চাইছে জার্মানি।

গতকাল ইউরো কাপে তিনটি ম্যাচ হয়েছিল। স্পেন-সুইডেন হাইপ্রোফাইল ম্যাচ গোলশূন্য অবস্থায় শেষ হয়। পোল্যান্ডকে ২-১ গোলে হারায় স্লোভাকিয়া, চেক প্রজাতন্ত্র ২-০ গোলে হারায় স্কটল্যান্ডকে।