ইউরোপা লিগায় গ্রুপের শেষ ম্যাচেও জিতে সরাসরি শেষ ষোলোয় ওঠা হল না ম্যানচেস্টার ইউনাইটেডের। চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জন করতে না পেরে ইউরোপা লিগে খেলেও সরাসরি নক আউটে উঠতে পারলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। অ্যাওয়ে ম্যাচে স্পেনের রিয়াল সোসিয়েদাদ-কে ১-০ গোলে হারাল ম্যান ইউ।
রিয়াল সোসিয়েদাদে হারালেও স্পেনের ক্লাবের মত সমসংখ্যক পয়েন্ট পেলেও গোলপার্থক্য দ্বিতীয় স্থানে শেষ করল ম্যান ইউ (১৫ পয়েন্ট)। ইউরোপা লিগের নিয়ম হল, গ্রুপ চ্যাম্পিয়ন সরাসরি শেষ ষোলোয় উঠবে, আর গ্রুপ রানার্স হলে প্লে অফে খেলে নক আউট উঠতে হবে। ম্যান ইউ জিতল ম্যাচের ১৭ মিনিটে অ্যালেজান্দ্রো গার্নাচোর গোলে।
গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে ম্যান ইউকে জিততে হত ২-০ গোলে। অন্যদিকে, হোম ম্যাচে এফসি জুরিখকে ১-০ গোলে হারাল আর্সেনাল। গোল করে আর্সেনালকে জেতালেন কেইরান টাইমে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় উঠল আর্সেনাল।