রবিবার সকালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেছে বেন স্টোকসের ইংল্যান্ড। ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় টেস্টে নিউ জিল্যান্ডকে ৩২৩ রানে হারিয়ে সিরিজ জেতে ইংল্য়ান্ড। দ্বিতীয় ইনিংসে দুরন্ত সেঞ্চুরি করে টেস্ট ক্রিকেটে তাঁর ৩৬তম তিন অঙ্কের মাইলস্টোনে পৌঁছে গেলেন জো রুট। আর রুটদের সাফল্যের দিনে ইংল্যান্ডের মহিলা ক্রিকেটেও সুখবর। রবিবার ডারবানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে-তে হ্যাটট্রিক করলেন ইংল্যান্ড মহিলা দলের স্পিনার চার্লি ডিন। ডিনের হ্যাটট্রিকের শিকার তিনজনই শূন্য রানে আউট হন।
ইনিংসের ১৭তম ওভারের শেষ বলে প্রোটিয়া ব্যাটার মারিজিন কাপ (০)-কে আউট করেন ডিন। এরপর ব্রিটিশ স্পিনার ১৯তম ওভারের ডিন প্রথম দুটি বলে পরপর আউট করেন নাদিনি ডে ক্লার্ক (০) ও সিনালো জাফটা (০)-কে।
হ্যাটট্রিক চার্লি ডিনের
🚨 Charlie Dean has a hat-trick!!! 🚨
Mood. pic.twitter.com/xmZvY3GGXp
— England Cricket (@englandcricket) December 8, 2024
ডিনের হ্যাটট্রিক সহ ৪টি, সোলাওরেন ফিলার ও সোফি একেলস্টেনের ৩টি করে উইকেটের সুবাদে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা মাত্র ১৩৫ রানে, ৩১.৩ ওভারেই অল আউট হয়ে যায়। দক্ষিণ আফ্রিকার মাটিতে হওয়া চলতি তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় ইংল্যান্ড ৬ উইকেটে হেরেছিল আয়োজক প্রোটিয়াদের বিরুদ্ধে।