ওয়েলস(Wales)কে ৩-০ গোলে উড়িয়ে কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022) শেষ ষোলোতে ইংল্যান্ড (England)। আল রায়ানের আহমেদ বিন আলী স্টেডিয়ামে ‘লোকাল ডার্বি’ খেলতে নেমেছিল বৃহত্তর ব্রিটেনের দুই দেশ (England Vs Wales)। প্রথমার্ধে থাকতে হয়েছে গোলশূন্য। ইংল্যান্ড বারবার আক্রমণের চেষ্টা করে উঠে এসেছে। বেশ কয়েকটি সুযোগও পেয়েছিল। কিন্তু নিখুঁত ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি।রাশফোর্ড থেকে শুরু করে কেন, সকলেই মিস করেন। মোট ৯টি শট নেয় তারা, ২টি ছিল অন টার্গেট। অন্যদিকে ওয়েলসের দুটি শটই ছিল লক্ষ্যহীন।গোটা ৯০ মিনিট ওয়েলসকে মাঠে সেরকম চোখে পরেনি।
Phil Foden has arrived. ✨ #FIFAWorldCup pic.twitter.com/mPkXf3yOuG
— FIFA World Cup (@FIFAWorldCup) November 29, 2022
বিরতির পর ফিরে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড।৪৯ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া এক ফ্রি কিকে সরাসরি বল জড়ায় গোলে। দুর্দান্ত এই ফ্রি কিক করে দলকে গোল উপহার দেন স্ট্রাইকার মার্কাস র্যাশফোর্ড। ইংল্যান্ড লিড পায় ১-০ গোলে। এক মিনিট পরেই ইংল্যান্ডের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন ফিল ফোডেন। এবার সহায়তা করেন তারকা হ্যারি কেন। ৬৭ মিনিটে আবারও গোল পায় ইংলিশরা। ওয়েলসের বিপক্ষে দলের হয়ে তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোলটি করেন মার্কাস র্যাশফোর্ড। মাঝমাঠ থেকে বল টেনে এনে চার-পাঁচজন খেলোয়াড়কে বোকা বানিয়ে র্যাশফোর্ড যে গোলটি করলেন, সেটি এক কথায় অনবদ্য। তিন গোল হজম করে আর ঘুরে দাঁড়াতে পারেনি ওয়েলস। অবশ্য পুরো ম্যাচটিতে বলার মতো তেমন কোনো আক্রমণই করতে পারেনি তাঁরা। শুধু ৭৭ মিনিটে গোলের কিছুটা সুযোগ তৈরি হয়েছিল। তবে নিষ্প্রাণ আক্রমণে গোল আদায় সম্ভব হয়নি।
England hit three and finish top of Group B 🏴
Job done 👏 #FIFAWorldCup | #Qatar2022
— FIFA World Cup (@FIFAWorldCup) November 29, 2022
২০০৬ বিশ্বকাপের পর এই প্রথম কোনো বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে গেল ইংল্যান্ড। ৩ ম্যাচে ১০ গোল করেছে দলটি। অন্যদিকে গ্রুপ বি থেকে আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে দ্বিতীয় দল হিসাবে প্রবেশ করেছে।
Your final Group B standings 👀 @USMNT join @England in the knockout stages 🇺🇸 🏴
— FIFA World Cup (@FIFAWorldCup) November 29, 2022