Harry Brook in ODI Squad (Photo Credit: England Cricket/ X)

ENG vs SA ODI Series 2025: আগামিকাল, মঙ্গলবার থেকে হেডিংলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে নামছে আয়োজক দেশ ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজ জিতে ইংল্যান্ডের মাটিতে ৫০ ওভারের সিরিজে খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে ২-২ ড্র করার পর এই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামছেন জো রুটরা। খাতায় কলমে দুটি দেশই বেশ শক্তিশালী। লড়াইটা মূলত ইংল্য়ান্ডের ব্যাটিংয়ের সঙ্গে দক্ষিণ আফ্রিকার পেস বোলিংয়ের হতে চলেছে। যদিও দক্ষিণ আফ্রিকার ব্য়াট হাতে ম্য়াচ উইনার বাভুমা, ব্রেভিসরা রয়েছেন। ইংল্যান্ডের বোলিং লাইনআপে তেমনই রয়েছেন আদিল রশিদ, জোফ্রে আর্চার-রা। হ্য়ারি ব্রুক বনাম তেম্বা বাভুমাদের মদ্যে তিন ম্য়াচের এই ওয়ানডে সিরিজ জমে যাওয়ার সব মশলা থাকছে। দুটি দেশ শেষবার মুখোমুখি হয়েছিল চলতি বছর মার্চে করাচিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে। গ্রুপ লিগের সেই ম্যাচে জোস বাটলারের নেতৃত্বে খেলা ইংল্য়ান্ড মাত্র ১৭৯ রানে অল আউট হয়ে যায়। আর দক্ষিণ আফ্রিকা মাত্র ২৯.১ ওভারে ৩ উইকেট হারিয়ে সেই রান তুলে অনায়াসে জিতেছিল।

হ্যারি ব্রুক বনাম তেম্বা বাভুমা

কাল, মঙ্গলবার ওয়ানডে সিরিজের প্রথম ম্য়াচের একদিন আগে প্রথম একাদশ ঘোষণা করল ইংল্য়ান্ড ও দক্ষিণ আফ্রিকা। হ্য়ারি ব্রুকের নেতৃত্বে ইংল্য়ান্ডের প্রথম একাদশে চমক পেসার সোনি বাকের। ইংল্য়ান্ডের জার্সিতে অভিষেক হচ্ছে সোনি। তিন স্পেশালিস্ট পেসার হিসাবে সোনির সঙ্গে থাকছেন জোফ্রা আর্চার ও ব্রেইডন কার্সে। ইংল্য়ান্ডের ব্য়াটিং খাতায় কলমে খুবই শক্তিশালী। ব্রুক, বাটলারের সঙ্গে জো রুট ম্যাচের রঙ বদলে দিতে পারেন। তবে ওপেনারের ভূমিকায় জেমি স্মিথ ও বেন ডাকেট তুরুপের তাস হয়ে উঠতে পারেন। দক্ষিণ আফ্রিকার তুরুপের তাস ডিওয়াল্ড ব্রেভিস। ২২ বছরের ব্রেভিস অস্ট্রেলিয়ায় একাই মাতিয়ে দিয়েছিলেন। চোটের কারণে কাগিসো রাবাদা না থাকলেও লুঙ্গি, বার্গার আর মুলডারের উপস্থিতিতে প্রোটিয়াদের পেস আক্রমণ খুবই শক্তিশালী। অস্ট্রেলিয়ার কেয়ার্ন্স ওয়ানডে পাঁচ উইকেট সহ গোটা সিরিজে দারুণ বল করা তারকা স্পিনার কেশব মহারাজও ইংল্য়ান্ডকে চিন্তায় রাখবেন। সিরিজ শুরুর আগে ইংল্য়ান্ডের বিরুদ্ধে সামান্য হলেও দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা। যদিও ব্রুক, রুটরা কিন্তু বেশ ভাল দল।

ইংল্য়ান্ডের একাদশ

দক্ষিণ আফ্রিকার একাদশ

 

প্রথম ওয়ানডে ম্যাচ, মঙ্গলবার, বিকেল সাড়ে ৫টা থেকে--

ইংল্যান্ডের প্রথম একাদশ: জেমি স্মিথ, বেন ডাকেট, জো রুট, হ্যারি ব্রুক (অধিনায়ক), জোস বাটলার (উইকেটকিপার), জ্যাকব বেথেল, উইল জ্যাকস, ব্রেইডন কার্সে, জোফ্রা আর্চার, আদিল রশিদ, সোনি বাকের।

দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ: আইডেন মার্করাম, রায়ান রিকেলটন (উইকেটকিপার), তেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডে জোর্জি, ক্রিস্টান স্টাবস, ডিওয়াল্ড ব্রেভিস, উইয়ান মুলডার, কর্বিন বোস, কেশব মহারাজ, নান্দ্রে বার্গার, লুঙ্গি এনগিদি।

ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের ক্রীড়াসূচি

প্রথম ম্যাচ: ২ সেপ্টেম্বর, মঙ্গলবার, হেডিংলে। বিকেল সাড়ে ৫টে থেকে শুরু

দ্বিতীয় ম্যাচ: ৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, লর্ডস। বিকেল সাড়ে ৫টে থেকে শুরু

তৃতীয় ম্যাচ: ৭ সেপ্টেম্বর, রবিবার, সাউদাম্পটন। দুপুর সাড়ে ৩টে থেকে শুরু

টিভিতে কোথায় সরাসরি দেখা যাবে

সোনি স্পোর্টেস নেটওয়ার্কের Sony Sports Ten 1 and Sony Sports Ten 1 HD চ্যানেলে সরাসরি দেখা যাবে।

ইন্টারনেটের মাধ্যমে সরাসরি কোথায় দেখা যাবে

ফ্য়ান কোড ওয়েবসাইট ও অ্য়াপের মাধ্যমে