Rishabh Pant. (Photo Credits:X)

IND vs ENG 1st Test: লিডসে টেস্টে জয়ের জন্য চতুর্থ ইনিংসে ৩৭১ রান তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষে ইংল্যান্ড করল বিনা উইকেটে ২১। তার মানে মঙ্গলবার ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের শেষ দিনে জিততে হলে ইংল্যান্ডকে করতে হবে ৩৫০ রান, হাতে পুরো ১০টি উইকেট। ব্যক্তিগত ১২ রানে অপরাজিত জ্য়াক ক্রাউলি, ৯ রানে কেলছেন বেন ডাকেট। দিনের খেলার ৬ ওভার ভালই সামলে দিলেন ইংল্যান্ডের দুই ওপেনার। এবার ম্যাচ জিততে হলে শেষ দিনে ওভার পিছু প্রায় ৪ রান করে তুলতে হবে বেন স্টোকসদের। যেটা ইংল্য়ান্ডের অতি আক্রমণাত্মক ব্যাজ বল ক্রিকেটের কাছে তেমন বড় ব্যাপার নয়। তবে আসল প্রশ্ন হল চতুর্থ ইনিংসে শেষ দিনে ৩৫০ রান করে জেতা মোটেই সহজ নয়। টিম ইন্ডিয়া এখন তাকিয়ে প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া জশপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজার দিকে। তবে প্রথম ইনিংসের মত বুমরার ওপর অতি নির্ভরতা হলে স্টোকসরা বাজিমাত করে ফেলতে পারেন।

রাহুলের ১৩৭, পন্থের ১১৮

এদিন কেএল রাহুল (১৩৭) ও ঋষভ পন্থ (১১৮) জোড়া সেঞ্চুরিতে ভর করে দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়া করল ৩৬৪ রান। একই টেস্টে দুটো সেঞ্চুরির নজির গড়লেন পন্থ। প্রথম ইনিংসে ৬ রানে লিড ছিল শুভমন গিলের দলের। প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও ভারতের লোয়ার মিডল অর্ডার ও টেলেন্ডার ব্যাটিং তাসের ঘরের মত ধসে য়ায়। ৪ উইকেটে ৩৩৩ থেকে ৯ উইকেটে ৩৪৯ হয়ে যায় ভারতের। শেষে জাদেজা ২৫ রানের অপরাজিত ইনিংস খেলে দলের লিডকে ৩৭০-এ নিয়ে যান।

টিম ইন্ডিয়ার শেষের তিন ব্যাটার শূন্য রানে আউট হলেন

ভারতের শেষ তিনজন ব্যাটার- মহম্মদ সিরাজ, জশপ্রীত বুমরা ও প্রসিধ কৃষ্ণা শূন্য রানে আউট হন। অলরাউন্ডার হিসেবে খেলা শার্দুল ঠাকুর করেন মাত্র ৪ রান। প্রথম ইনিংসে শূন্যের পর এদিন করুণ নায়ার আউট হন ২০ রানে। পন্থের আউটের পর করুণ নায়ার-কে নিয়ে লড়ছিলেন রাহুল। কিন্তু কার্সের বলে রাহুলের বোল্ড হওয়ার পরই ধস নামে টিম ইন্ডিয়ার। ৬ ওভারের মধ্যে পরপর আউট হন করুণ নায়ার, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরা। প্রথম ইনিংসে ঠিক একই রকম বিপর্যয় হয়েছিল ভারতের।

লিডস টেস্টে ভারতের সেঞ্চুরিয়ানরা

প্রথম ইনিংসেও শেষের দিকে এরকম বিপর্যয় হয়েছিল টিম ইন্ডিয়ার

তখন অধিনায়ক গিল ফিরে যাওয়ার পর ৪১ রানের মধ্যে শেষ ৬টি উইকেট হারিয়ে ছিল। বুমরা দুটি ইনিংসেই শূন্য রানে আউট হলেন। শার্দুল করলেন ১ ও ৪ রান। আর লোয়ার অর্ডারের ব্যর্থতায় গোটা টেস্টে পাঁচটা দারুণ সেঞ্চুরির পরেও ম্য়াচ ভারতের হাতের মুঠোয় নেই।  দ্বিতীয় ইনিংসে রাহুল-পন্থ চতুর্থ উইকেটে রেকর্ড ১৯২ রানের পার্টনারশিপ গড়লেন।

 লিডসে পন্থের জোড়া সেঞ্চুরি

লিডস টেস্টে বড় নজির গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসের পর, দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি হাঁকালেন পন্থ। ভারতের ষষ্ঠ ব্যাটার হিসেবে একই টেস্টে দুটি সেঞ্চুরি করলেন পন্থ। অ্যান্ডি ফ্লাওয়ারের পর বিশ্বের দ্বিতীয় উইকেটকিপার ব্য়াটার হিসেবে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকালেন পন্থ। পন্থের আগে একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকানোর নজির আছে যেসব ভারতীয়দের তারা হলেন- বিজয় হাজারে, সুনীল গাভাসকর, রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা । লিডসে এদিন বেন স্টোকসদের বিরুদ্ধে একেবারে আক্রমণাত্মক ক্রিকেট খেলে ১৩০ বলে এদিন সেঞ্চুরি পূর্ণ করেন পন্থ। তবে নার্ভাস নাইনটি-তে সতর্ক থেকে ৯০ থেকে একশোয় পৌঁছতে নিলেন ২৬টা বল। প্রসঙ্গত, এদিন অষ্টম সেঞ্চুরি হাঁকানো পন্থ ৯০-র ঘরে সাতবার আউট হয়েছেন। প্রথম ইনিংসে পন্থ ১৭৮ বলে ১৩৪ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। প্রথম ইনিংসে সেঞ্চুরি করে ধোনির রেকর্ড ভেঙে ভারতীয় উইকেটকিপার-ব্য়াটারদের মধ্যে টেস্ট সর্বাধিক তিন সংখ্যার ইনিংস খেলার নজির গড়েছিলেন পন্থ। দুদিন পরেই তাঁর ফের বড় রেকর্ড।