Shardul Thakur. (Photo Credits: X)

IND vs ENG 1st Test Day 5 Tea: লিডস টেস্টের দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়াল ভারত। শার্দুল ঠাকুরের (Shardul Thakur) পরপর দু'বলে দুটি উইকেটে ম্যাচে ফিরেছে টিম ইন্ডিয়া (India vs England)। তবে জয় থেকে ইংল্য়ান্ড আর মাত্র ১০২ রান দূরে। বেন স্টোকসদের হাতে এখনও ৬টি উইকেট। ক্রিজে আছেন জো রুট (১৪) ও স্টোকস (১৩)। চা বিরতিতে ইংল্য়ান্ডের স্কোর ৪ উইকেটে ২৬৯ রান। বৃষ্টি এসে যাওয়ায় নির্ধারিত সময়ের কিছুটা আগে চা পানের বিরতি নেওয়া হয়। এখনও দিনের খেলার প্রায় ৩২ ওভার বাকি। বৃষ্টি না এলে খেলার ফল নিশ্চিতভাবেই হবে। এখান থেকে টেস্ট উত্তেজক হতে হলে টেস্টের শেষ সেশনে বুমরা, শার্দুলদের শুরুতেই কিছু উইকেট তুলতে হবে।

১৪৯ রানের অবিশ্বাস্য ইনিংস ওপেনার বেন ডাকেটের

এরপর নামবেন উইকেটকিপার ব্য়াটর জিমি স্মিথ, অলরাউন্ডার ক্রিস ওকস। এদিন, ২ উইকেটে ২৫৩ থাকা অবস্থায় একবারে হাসতে হাসতে জয়ের দিকে এগোচ্ছিল ইংল্যান্ড। অবিশ্বাস্য খেলছিলেন ডাকেট, থিতু হয়ে গিয়েছিলেন রুট। তখনই শার্দুলের দুটি দুরন্ত ডেলেভারিতে পরপর আউট হন বেন ডাকেট (১৪৯) ও হ্য়ারি ব্রুক (০)। ১টি ওভার বাউন্ডারি আর ২১টি বাউন্ডারি হাঁকিয়ে ডাকেট টেস্ট ক্রিকেট এদিন তাঁর সেরা ইনিংসটি খেললেন। অন্যদিকে, প্রথম ইনিংসে ৯৯ রানের অনবদ্য ইনিংস খেলার পর এদিন প্রথম বলেই আউট হলেন ব্রুক।

দেখুন বেন ডাকেটকে কী করে আউট করলেন শার্দুল

 

১৮৮ রানের ওপেনিং পার্টনারশিপ ডাকেট-ক্রাউলির

ইংল্যান্ডের ১৮৮ রানের ওপেনিং পার্টনারিশপটা প্রসিধ কৃষ্ণা ভাঙেন জ্যাক ক্রাউলি (৬৫)-কে আউট করেন। এরপর গুজরাট টাইটান্সের বেগুনি টুপি জয়ী পেসার কৃষ্ণা আউট করেন ওলি পোপ (৮)-কে। যে পোপ প্রথম ইনিংসে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে ১৬ ওভার বল করেও কোনও উইকেট পাননি বুমরা। সিরাজও উইকেটহীন। রবীন্দ্র জাদেজা চতুর্থ ইনিংসের পিচ থেকে কোনও সুবিধা এখনও পর্যন্ত তুলতে পারেননি।