Lords Test Day 4 Report: লর্ডস টেস্টের চতুর্থ দিনের শেষটা একেবারে নাটকীয় হল। ক্রিকেটের মক্কায় জিতে সিরিজে ২-১ এগোতে হলে চতুর্থ ইনিংসে ১৯৩ রান করতে হবে, এমন শর্তে ব্যাট করতে নেমে ১৮ ওভারের মধ্যে ৫৮ রান করে ৪ উইকেট হারিয়ে বড় চাপে টিম ইন্ডিয়া। সোমবার তৃতীয় টেস্টের শেষ দিনে টিম ইন্ডিয়া করতে হবে ১৩৫ রানে, হাতে ৬ উইকেট। বেন স্টোকসের বলে নাইট ওয়াচম্য়ান আকাশদীপ (১) আউট হওয়ার পরেই আজ, চতুর্থ দিনের খেলা শেষ হয়। ৩৩ রানে অপরাজিত কেএল রাহুলের সঙ্গে কাল ব্যাট করতে নামবেন ঋষভ পন্থ। এরপর থাকেছেন তিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, নীতীশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর। টিম ইন্ডিয়ার কাছে সবচেয়ে বড় ধাক্কা দিনের খেলার শেষের দিকে অধিনায়ক শুভমন গিল (৬)-এর আউট হয়ে যাওয়া। সিরিজের প্রথম দুটি টেস্টে রেকর্ড ৫৮৫ রান করার গিল লর্ডসে দুই ইনিংস মিলিয়ে করলেন মাত্র ২২ রান।
কারা এগিয়ে
লর্ডসে চতুর্থ দিনের শেষে ম্যাচ পুরোপুরি ৫০:৫০ অবস্থায় দাঁড়িয়ে। প্রথম ইনিংসে দুই দলের স্কোর সমান। সিরিজ ১-১। এবার শেষ দিনে শুরুতে ৫০ রানের পার্টনারশিপ হয়ে গেলে টিম ইন্ডিয়া জয়ের দিকে এগিয়ে যাবে। আবার স্টোকসরা শুরুতে গোটা দুয়েক এগিয়ে গেলে ইংল্য়ান্ড জয়ের বিষয়ে ফেভারিট হয়ে যাবে। সব কিছু নির্ভর করবে সোমবার শেষদিনে প্রথম ১৫-২০ ওভারে।
চতুর্থ দিনের শেষে লর্ডস টেস্টের স্কোরবোর্ড
England bowlers strike late in the day to set up an exquisite Day 5 at Lord’s 👌#WTC27 #ENGvIND 📝: https://t.co/0NCkPJdBEk pic.twitter.com/wizy9dChJI
— ICC (@ICC) July 13, 2025
রাহুলের ইনিংস সাহস জোগাচ্ছে, স্টোকসদের ছন্দে ফেরা বোলিং ভয় ধরাচ্ছে
লর্ডসের শেষদিনে জিততে হলে ১৩৫ রান করতে হবে, এমন সময় টিম ইন্ডিয়ার কাছে ভাল খবর প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান রাহুলকে জমাট দেখাচ্ছে, পন্থের রেকর্ড, আর জাদেজার ব্যাটিং ফর্ম। গিলদের কাছে খারাপ খবর লর্ডসের পিচ, আর ব্রিটিশ পেসারদের প্রথমবার সিরিজে ছন্দ খুঁজে পাওয়া বোলিং। রান তাড়া করতে নেমে শুরুতেই শূন্য রানে আউট হয়ে যান যশস্বী জয়সওয়াল। দুই ইনিংসেই ব্রিটিশ পেসার জোফ্রা আর্চারের বলে আউট হলেন যশস্বী। তিনে নেমে করুণ নায়ার ভরসা দিচ্ছিলেন। কিন্তু ৩৩ বল খেলে ১৪ রান করে ব্রেইডন কার্সের বলে আউট হয়ে যান নাায়র। সিরিজে আরও একবার নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হলেন নায়ার। এরপর দিনের সবচেয়ে বড় ধাক্কা গিলের এলবি। কার্সের বলে করুণ ও গিল এলবি হলেন। ১ উইকেটে ৪১ থেকে ৩০ বলের মধ্যে টিম ইন্ডিয়ার স্কোর দাঁড়ায় ৫৮ রানে ৪ উইকেট।
ওয়াশিংটন সুন্দরের দুরন্ত স্পেল
রবিবার লর্ডস টেস্টের চতুর্থ দিনে অবিশ্বাস্য বোলিং ভারতীয় বোলারদের। ওয়াশিংটন সুন্দর থেকে জশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ-সবাই নিজেদের সেরাটা উজাড় করে খাতায় কলমে শক্তিশালী ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপকে একেবারে সুইয়ে দিলেন। ব্রিটিশদের গর্বের লর্ডসে ভারতীয় বোলাররা শ্রেষ্ঠত্বের পতাকা পুঁতলেন। বুমরাদের সুন্দর বোলিংয়ে বেন স্টোকসরা মাত্র ১৯২ রানে অল আউট হয়ে গেলেন। লর্ডসের ইতিহাসে চতুর্থবার টেস্টে জয় তুলে নিয়ে সিরিজে ২-১ এগিয়ে যেতে গিলদের করতে হবে ১৯৩ রান। দ্বিতীয় ইনিংসে ২২ রান দিয়ে ৪ উইকেট নিলেন সুন্দর। বুমরা ও সিরাজ ২টি করে উইকেট নেন। আকাশদীপ ও নীতীশ রেড্ডি নিলেন ১টি করে উইকেট। গোটা ম্যাচে বুমরা নিলেন মোট ৭টি উইকেট। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সর্বোচ্চ রান জো রুটের (৪০)। এদিন ইংল্যান্ডের মোট ৭ জন ব্য়াটার বোল্ড হলেন।