ICC Women's World Cup 2025: দাপট দেখানো জয় দিয়ে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে অভিযান শুরু করল ইংল্যান্ড (England Women's Cricket Team)। দক্ষিণ আফ্রিকা (South Africa Women's Cricket team) কে ১০ উইকেট হারিয়ে বিশ্বকাপ শুরু হল ন্যাট-স্কিভার ব্রান্টের দলের। চলতি বিশ্বকাপের চতুর্থ ম্যাচটা (England Women vs South Africa Women) দারুণ জমজমাট হবে বলে মনে করা হয়েছিল। শুক্রবার গুয়াহাটিতে মুখোমুখি হয়েছিল মহিলা ক্রিকেটের দুই শক্তিধর দেশ- গতবার ওয়ানডে বিশ্বকাপের ফাইনালিস্ট ইংল্য়ান্ড ও গত দুবারের টি-২০ বিশ্বকাপের ফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকা। তাই মনে করা হয়েছিল একেবারে জমজমাট ম্যাচ হবে জুবিন গর্গের রাজ্য়ে। কিন্তু কোথায় কী! ইংল্যান্ডের স্পিনারদের সামনে একেবারে অসহায় আত্মসমর্পণ করল দক্ষিণ আফ্রিকা। গতবারের রানার্স ইংল্যান্ড ১০ উইকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে অভিযান শুরু করল। প্রথমে ব্যাট করে ২০.৪ ওভারে মাত্র ৬৯ রানে শেষ হয়ে যায় প্রোটিয়াদের ইনিংস।
৮৫ বলেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল ইংল্যান্ড মহিলা ক্রিকেট দল
জবাবে ইংল্য়ান্ড বিনা উইকেটে মাত্র ১৪.১ ওভারে জয় তুলে নেয়। একেবারে একপেশেভাবে এই খেলা. ইংল্য়ান্ড রান তাড়া করতে নেমে ২১৫ বল বাকি থাকতে জেতে। মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হলেন লিনস স্মিথ। রান তাড়া করতে নেমে ইংল্য়ান্ডের ওপেনার অ্যামি জোন্স ৪০ ও টামি বিউমোন্ট ২১ রানে অপরাজিত থাকেন। সেখানে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার মাত্র একজন ছাড়া বাকি সবাই এক অঙ্কের রান করেন।
সহজেই জিতল ইংল্যান্ড
Well, that was quick...#ENGvSA SCORECARD 👉 https://t.co/4vJEqnBojv pic.twitter.com/Ek8ISEZRD0
— ESPNcricinfo (@ESPNcricinfo) October 3, 2025
এবার অজিরা খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে, রবিবার ভারত বনাম পাকিস্তান, কিউইদের প্রতিপক্ষ প্রোটিয়ারা, ইংল্যান্ড খেলবে বাংলাদেশের বিরুদ্ধে
চলতি বিশ্বকাপে অংশগ্রহণকারী আটটি দেশই একটা করে ম্য়াচ খেলে ফেলল। এবার তাদের দ্বিতীয় ম্য়াচে ভারত খেলবে পাকিস্তানের বিরুদ্ধে (রবিবার, কলম্বো)। গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ম্য়াচে শ্রীলঙ্কার বিরুদ্ধে (শনিবার, কলম্বো)। প্রথম ম্য়াচে পরাজিত দুই দল নিউজিল্যান্ড খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ( সোমবার, ইন্দোর)। ইংল্যান্ডের পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ বাংলাদেশ (গুয়াহাটি, মঙ্গলবার)।
এখন পর্যন্ত জয় পেয়েছে যে চারটি দল
প্রসঙ্গত, এখনও পর্যন্ত মহিলাদের এই চলতি বিশ্বকাপে মোট চারটি ম্যাচ খেলা হয়েছে- উদ্বোধনী ম্যাচে ভারত ৫৯ রানে হারিয়েছে শ্রীলঙ্কাকে, গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ৮৯ রানে হারিয়েছে নিউ জিল্যান্ডকে।গতকাল, বৃহস্পতিবার কলম্বোয়ে পাকিস্তানকে ৭ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। আর আজ দক্ষিণ আফ্রিকাকে ১০ উইকেটে পরাস্ত করল ইংল্যান্ড।
প্রথম ইনিংসের রিপোর্ট
এদিন, মহিলাদের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে গতবারের ফাইনালিস্ট ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা মাত্র ৬৯ রানে গুটিয়ে যায়। টানা দুটি টি-২০ বিশ্বকাপের ফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকা এদিন মাত্র ২০.৪ ওভারে অল আউট হয়ে যায়। গুয়াহাটির বরষাপাড়া স্টেডিয়ামে ব্রিটিশ বোলাররা এদিন অনবদ্য বোলিং করেন। ইংল্যান্ডের বাঁ হাতি স্পিনার লিনসে স্মিথ মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট নেন। ইংল্যান্ডের বাকি দুই স্পিনার সোফির একেলস্টন ১৯ রান দিয়ে ২টি ও চার্লি ডিন সোফি ডিন ১৪ রান দিয়ে ২টি উইকেট নেন। ইংল্যান্ডের তিন স্পিনারের করা ১৪ ওভারেই মূলত গুটিয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। দক্ষিণ আফ্রিকার মাত্র একজন দুই অঙ্কের রান করেন-সিনোলা জাফটা (২)। বাকি সবাই এক অঙ্কের রান করেন। জিততে হলে ৫০ ওভারে ইংল্যান্ড করতে হবে মাত্র ৭০ রান।