England Beats India:একটা টেস্টে পাঁচটা সেঞ্চুরি, ৮৩৫ রান করলেও হেরে গেল টিম ইন্ডিয়া (Team India)। লিডসে (Leads test) ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেটে হেরে শুরু হল অধিনায়ক শুভমন গিলের অভিষেক টেস্ট ম্য়াচ। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথম কোনও দেশ পাঁচটা সেঞ্চুরি করেও হারল কোনও দল। ইংল্যান্ডে পাঁচ টেস্টের টেস্ট সিরিজে ০-১ পিছিয়ে পড়ল টিম ইন্ডিয়া। টেস্টের শেষ দিনে অনবদ্য কায়দায় ৩৭১ রান ৫ উইকেটে তুলে জিতে নিলেন বেন স্টোকসরা। টেস্টে এটি ইংল্যান্ডের দ্বিতীয় সর্বাধিক রান তাড়া করে জয়। ইংল্য়ান্ডের জয়ের নায়ক চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেটের (Ben Duckett) ১৪৯ রানের অবিশ্বাস্য ইনিংস। ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন জো রুট।
দুই ইনিংস মিলিয়ে ২১২ রান করে ম্য়াচের সেরা বেন ডাকেট
শার্দুল ঠাকুর পরপর দু'বলে উইকেট তুলে নিয়ে ভারতকে ম্য়াচে ফেরালেও শেষ অবধি রুট- জিমি স্মিথ জুটি জিতিয়ে আনেন। শার্দুল ও প্রসিধ কৃষ্ণা দ্বিতীয় ইনিংসে দুটি করে উইকেট নেন। রবীন্দ্র জাদেজা ফেরান বেন স্টোকস-কে। তবে ষষ্ঠ উইকেটে রুট-স্মিথ অবিচ্ছিন্ন ৭১ রানের পার্টনারশিপ করে দলকে জেতান। প্রথম ইনিংসে ৬২ ও দ্বিতীয় ইনিংসে ১৪৯ রানের ইনিংস খেলে ম্য়াচের সেরা নির্বাচিত হলেন ইংল্য়ান্ডের ওপেনার বেন ডাকেট। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু ২ জুলাই থেকে এজবাস্টনে।
এক নজরে লিডসের স্কোরবোর্ড
A staggering run chase from England in Leeds to go 1-0 up against India 🙌#WTC27 | #ENGvIND 📝: https://t.co/FXxW1Hk8VO pic.twitter.com/7Zf3iUY9lr
— ICC (@ICC) June 24, 2025
দ্বিতীয় ইনিংসে বুমরা, সিরাজ কোনও উইকেট পেলেন না
বুমরার মত মহম্মদ সিরাজও দ্বিতীয় ইনিংসে উইকেটহীন থেকে যান। প্রথম ইনিংসে ৮৩ রান দিয়ে পাঁচ উইকেটের স্পেল করার পর লিডসে এদিন কয়েকটি ডেলিভারি বাদ দিলে বুমরা একেবারে সাদামাটা বোলিং করেন। অধিনায়ক গিল জাদেজাকে ঠিকমত ব্যবহার করতে পারেননি। কুলদীপ যাদবের না থাকাটাও ভোগালো। সব মিলিয়ে ঋষভ পন্থের জোড়া সেঞ্চুরিকে দাম দিলেন ভারতের বোলাররা।
এই প্রথম কোনও টেস্টে পাঁচজন ভারতীয় ব্যাটার সেঞ্চুরি করেচিলেন, তবুও হার
শেষদিনে ভারতের রোহিত শর্মা, বিরাট কোহলিদের পরবর্তী টেস্ট যুগের সূচনাতে লড়াই করলেও হারতে হল টিম ইন্ডিয়াকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ প্রথম ম্যাচটা হার দিয়ে শুরু হল ভারতের। ঋষভ পন্থের দুই ইনিংসের নজির গড়া সেঞ্চুরি, অধিনায়ক শুভমন গিলের দুরন্ত ১৪৭, যশস্বী জয়সওয়ালের ১০১, দ্বিতীয় ইনিংসে কেএল রাহুলের অনবদ্য ১৩৭ রানের পরেও হারতে হল ভারতকে। এই প্রথমবার কোনও টেস্টে ভারতের পাঁচজন ব্য়াটার সেঞ্চুরি করেছিল। কিন্তু সেই রানের নজির গড়া ম্য়াচেও হারতে হল গিলদের।