BAN W vs ENG W: একটুর জন্য মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে (2025 ICC Womens's ODI World Cup) বড় অঘটন ঘটল না। সোমবার গুয়াহাটিতে টুর্নামেন্টের ফেভারিট ইংল্য়ান্ডকে প্রায় হারিয়েই দিচ্ছিল বাংলাদেশ। ডেভিড বনাম গোলিয়াথের অসম লড়াই জমে গিয়েছিল পদ্মাপাড়ের দেশের মেয়েদের দুরন্ত লড়াইয়ে। তবে নিগার সুলতানা (Nigar Sultana)-রা অনভিজ্ঞতার কারণে শেষরক্ষা করতে পারলেন না। ১৭৯ রান তাড়া করতে নেমে ৪ উইকেটে ২৩ বল বাকি থাকতে জিতল ইংল্য়ান্ড। তবে বিশ্বসেরা দলের বিরুদ্ধে হৃদয় জিতল ফহিমা খাতুন (Fahima Khatun), শোভনা মোস্তারিদের লড়াইটা। জুবিনের রাজ্যে জয়ের জন্য ১৭৯ রান তাড়া করতে নেমে নেমে ১০৩ রানে ৬ উইকেট হারিয়ে ইংল্যান্ড একেবারে চাপা পড়ে গিয়েছিল। সেই সময় ইংল্য়ান্ডের টেলেন্ডার ব্যাটার অ্য়ালিস কাপসি-র আউটের পর মনে হচ্ছিল বাংলাদেশের অঘটন ঘটনাটা শুধু সময়ের অপেক্ষা। কিন্তু সেই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে অভিজ্ঞ হেথার নাইট ও আট নম্বরে নামা চার্লি ডিন দারুণ খেলে দলকে ৪ উইকেটে জিতিয়ে আনেন। সপ্তম উইকেটে নাইট ও ডিন অবিচ্ছিন্ন ৭৯ রানের পার্টনারশিপ করে দলকে জেতান।
৭৯ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জেতালেন হেথার নাইট
নাইট ১১১ বলে ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলে ম্য়াচের সেরা হন। বল হাতে দু উইকেট নেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ সময়ে ব্য়াট হাতে চার্লি ডিনের ২৭ রানের ইনিংস জয়-পরাজয়ে বড় ফারাক গড়ে দেয়। সীমিত শক্তি নিয়ে দারুণ লড়ে হৃদয় জেতেন নিগার সুলতানারা।
অবিশ্বাস্য স্পেল বাংলাদেশের স্পিনার ফহিমা খাতুনের
A superb spell by Bangladesh legspinner Fahima Khatun made England sweat 👏 #CWC25 pic.twitter.com/TMhPQlFxyd
— ESPNcricinfo (@ESPNcricinfo) October 7, 2025
বাংলাদেশের স্পিনার ফহিমা খাতুম ১০ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেটের ম্য়াজিক স্পেল করেন। মারুফা আখতার দুটি ও সানজিদা মেঘলা ১টি উইকেট নেন। বাংলাদেশের মোট আটজন বল করেন। ইংল্যান্ডের স্কোর একটা সময় ২ উইকেটে ৬৯ রানে ছিল। তারপরই ফহিমার অবিশ্বাস্য স্পেলে ৯ রানের মধ্যে মিডল অর্ডারের তিন গুরুত্বপূর্ণ ব্য়াটারকে হারিয়ে বড় চাপে পড়ে গিয়েছিল ব্রিটিশ মেয়েরা। দক্ষিণ আফ্রিকার পর বাংলাদেশকে হারিয়ে পয়েন্ট তালিকায় এগিয়ে এল ইংল্যান্ড। অন্যদিকে, পাকিস্তানকে প্রথম ম্যাচে হারানোর পর ইংল্য়ান্ডের কাছে লড়ে হারলেন সুলতানারা। বাংলাদেশের মহিলারা প্রমাণ করল চলতি বিশ্বকাপে বড় অঘটন ঘটানোর ক্ষমতা তারা রাখে।
এদিন ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথমে ব্য়াট করতে নেমে ১৭৮ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশের মেয়েরা। অল্প রানে অল আউট হয়ে গেলেও নজর কাড়েলেন বাংলাদেশের মিডল অর্ডার ব্য়াটার শোভনা মোস্তারি (৬০)। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই তাঁর প্রথম হাফ সেঞ্চুরি। শেষের দিকে ৯ নম্বরে নেমে ২৭ বলে ৪৩ রানের অপরাজিত চমকপ্রদ ইনিংস খেলেন রাবেয়া খান। রাবেয়ার জন্যই বাংলাদেশের রানটা কিছুটা ভদ্রস্থ দেখাল। আর কিছুটা লড়লেন ওপেনার শারমিন আখতার (৩০)। এই তিনজন ছাড়া বাংলাদেশের বাকি ব্য়াটাররা অসহায় আত্মসমর্পণ করেন। বাংলাদেশের ৭ জন ব্যাটার এক অঙ্কের রান করে আউট হন।