Ben Stokes (Photo Credit: England Cricket/ X)

Oval Test ENG vs IND: প্রথম ইনিংসে তিনশো রানের বেশি লিড, বিপক্ষের দ্বিতীয় ইনিংস গুটিয়ে দেওয়ার মত ১৫০ ওভার পেয়েও ম্যানচেস্টারে সিরিজের চতুর্থ টেস্টে জিততে পারেননি ইংল্যান্ড। ম্যানচেস্টারে সিরিজ জেতার সুযোগটা মাঠেই ফেলে এসেছেন বেন স্টোকসরা। তবে জিততে না পারার হতাশা ঝেরে ফেলে বৃহস্পতিবার থেকে ওভালে শুরু হতে চলা সিরিজের পঞ্চম তথা শেষ টেস্টে নামছেন স্টোকসরা। ২-১ এগিয়ে থাকা ইংল্যান্ডের লক্ষ্য ওভালে সিরিজ জেতা। ড্র করলেও শুভমন গিলদের বিরুদ্ধে সিরিজ জিতবেন স্টোকসরা। তবে তার জন্য রক্ষাণত্মক নয়, বরং ৩-১ সিরিজ জয় ব্রিটিশদের। ম্যানচেস্টারের জিততে না পারার জন্য ওল্ড ট্রাফোর্ডের নিষ্প্রাণ পিচকেই দুষছেন স্টোকসরা। তবে ওভালেও পাটা পিচ অপেক্ষা করছে। চলতি সিরিজে চারটি টেস্টের পিচই নিষ্প্রাণ ছিল। দুই দলের ব্যাটাররা চলতি সিরিজে রানের বন্যা বইয়ে দিয়েছেন।

ইংল্যান্ডের স্কোয়াড কেমন হল

এদিকে, সিরিজের বাকি টেস্টগুলির মত ওভালে শেষ লড়াইয়ে দলে বড় কোনও পরিবর্তন করল না ইংল্যান্ড। চোট সারিয়ে ফেরা জেমি ওভারটনকে দলে ফেরালেন স্টোকসরা। ফলে ওভালে ইংল্যান্ডের স্কোয়াডে থাকলেন বেন স্টোকস সহ মোট সাতজন পেসার- জোফ্রা আর্চার, ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, জেমি ওভারটন, ব্রেন্ডন কার্স ও জোস টাঙ। ম্যানচেস্টাকে উইকেটহীন থাকা ব্রেন্ডন কার্সের জায়গায় ওভারটন, অ্যাটকিনসন নাকি টাঙ কাকে খেলানো হয় সেটা দেখার। প্রসঙ্গত, ভারতের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের প্রথম দুটি ম্যাচে খেলেছিলেন জোস টাঙ। ১১টি উইউকেট নেওয়া টাঙ চোট পেয়ে দল থেকে বাদ পড়লে, লর্ডস ও ম্যানচেস্টারে টাঙের জায়গায় খেলেন আর্চার। আরও পড়ুন-কোল্ডপ্লে কনসার্টের স্ক্রিনে ধরা পড়লেন লিওনেল মেসি, পরকীয়া নয়, নিজের স্ত্রীর সঙ্গেই

প্রথম একাদশ কেমন হতে পারে

তিন বছর আগে টেস্ট অভিষেক হওয়া ওভারটন পাঁচ দিনের ম্যাচে দেশের জার্সিতে ওই একটা ম্যাচেই খেলেছেন। ম্যানেচস্টারে দুই ইনিংস মিলিয়ে ৩৮ ওভার বল করলেও একটা উইকেটে পাননি কার্সে। চতুর্থ টেস্টে মাত্র উইকেট পাওয়া লিয়াম ডাওসনের পরিবর্তে ওভালে প্রথম একাদশে রাখা হতে পারে ব্যাটার-অলরাউন্ডার জ্যাকব বেথেল-কে। প্রসঙ্গত, এখনও পর্যন্ত চলতি সিরিজে ইংল্যান্ডের ব্যাটিংয়ে কোনও পরিবর্তন হয়নি- সব কটা টেস্টেই খেলছেন উইকেটকিপার সহ ৬জন স্পেশালিস্ট ব্যাটার, অলরাউন্ডার বেন স্টোকস ও ক্রিস ওকস।

ম্যানচেস্টার টেস্টে ইংল্যান্ডের ১৫ জনের স্কোয়াড- বেন ডাকেট, জ্যাক ক্রাউলি, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জ্যামি স্মিথ (উইকেটকিপার), ক্রিস ওকস, লিয়াম ডাওসন, জ্যাকব বেথেল, গাস আটকিনসন, জোফ্রা আর্চার, জেমি ওভারটন, ব্রেন্ডন কার্স, জোস টাঙ।