Lords Test Washington Sundar: রবিবার লর্ডস টেস্টের চতুর্থ দিনে অবিশ্বাস্য বোলিং ভারতীয় বোলারদের। ওয়াশিংটন সুন্দর থেকে জশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ-সবাই নিজেদের সেরাটা উজাড় করে খাতায় কলমে শক্তিশালী ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপকে একেবারে ধরাশায়ী করলেন। ব্রিটিশদের গর্বের লর্ডসে ভারতীয় বোলাররা শ্রেষ্ঠত্বের পতাকা পুঁতলেন। বুমরাদের সুন্দর বোলিংয়ে বেন স্টোকসরা মাত্র ১৯২ রানে অল আউট হয়ে গেলেন। লর্ডসের ইতিহাসে চতুর্থবার টেস্টে জয় তুলে নিয়ে সিরিজে ২-১ এগিয়ে যেতে গিলদের করতে হবে ১৯৩ রান। দ্বিতীয় ইনিংসে ২২ রান দিয়ে ৪ উইকেট নিলেন সুন্দর। বুমরা ও সিরাজ ২টি করে উইকেট নেন। আকাশদীপ ও নীতীশ রেড্ডি নিলেন ১টি করে উইকেট। গোটা ম্যাচে বুমরা নিলেন মোট ৭টি উইকেট। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সর্বোচ্চ রান জো রুটের (৪০)। এদিন ইংল্যান্ডের মোট ৭ জন ব্য়াটার বোল্ড হলেন।
রুট, স্মিথ, স্টোকসকে পরপর আউট করে খেলা ঘোরালেন সুন্দর
এদিন, শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন ভারতীয় বোলাররা। গতকাল, ম্যাচের শেষ ওভারে মহা উত্তেজনার পর, এদিন শুরুতেই বেন ডাকেট (১২)-আর ওলি পোপ (৪)-কে আউট করে দলের বোলারদের ছন্দ গড়ে দেন সিরাজ। এরপর ইংল্যান্ডের অপর ওপেনার জ্যাক ক্রাউলি (২২)-কে ফেরান নীতীশ রেড্ডি। ৫০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড। এরপর ব্যাজ বল খেলতে গিয়ে ডোবেন আইসিসি টেস্ট ব্যাটিং ব়্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা হ্যারি ব্রুক (১৯ বলে ২৩)। ব্রুককে দুরন্ত ডেলিভারিতে বোল্ড করেন আকাশদীপ। এরপর জো রুট আর অধিনায়ক বেন স্টোকস দলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করছিলেন। এরপরেই ম্যাজিক দেখালেন ওয়াশিংটন সুন্দর। কয়েক বলের ব্যবধানে রুট, স্মিথ আর স্টোকসকে বোল্ড করে ম্যাচ দলের হাতের মুঠোয় নিয়ে আসেন সুন্দর। অসাধারণ ডেলিভারিতে প্রথমে রুট (৪০), তারপর উইকেটকিপার-ব্যাটার জেমি স্মিথ (৮), আর তারপর স্টোকস (৩৩)-কে বোল্ড করেন সুন্দর। ৪ উইকেটে ১৫৪ থেকে সুন্দরের অবিশ্বাস্য তিন বোল্ডে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১৮১।
লর্ডসের স্কোরবোর্ড
Innings Break!
Outstanding bowling display from #TeamIndia! 👏 👏
4⃣ wickets for Washington Sundar
2⃣ wickets each for Mohammed Siraj & Jasprit Bumrah
1⃣ wicket each for Akash Deep & Nitish Kumar Reddy
India need 193 runs to win!
Updates ▶️ https://t.co/X4xIDiSmBg… pic.twitter.com/1BRhfPzynv
— BCCI (@BCCI) July 13, 2025
শেষবেলায় বুমরার ভেল্কি, লর্ডসে নিলেন ৭টি উইকেট
এরপর বুমরার ভেল্কি শুরু। পরপর বোল্ড করেন ব্রাইডন কার্সে (১) ও ক্রিস ওকস (১০)-কে। শোয়েব বাশির (২)-কে বোল্ড ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের চারটি উইকেট নিলেন সুন্দর। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের মোট ৭ জন ব্যাটার বোল্ড আউট হন, একজন হন এলবি। দুই ইনিংস মিলিয়ে ইংল্যান্ডের মোট ১২টি উইকেট যায় বোল্ড হয়ে।
লর্ডসে লিডের সুযোগ
প্রথম ইনিংসে দুটি দলই ৩৮৭ রান করে। ফলে কারও কোনও লিড ছিল না। সিরিজ ১-১ অবস্থায় দাঁড়িয়ে। লর্ডসে যারাই জিতবে তারা পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে যাবে।