
ENG vs ZIM: দীর্ঘ ২২ বছর পর জিম্বাবোয়ের বিরুদ্ধে টেস্ট খেলতে নেমে দাপট দেখাচ্ছে ইংল্যান্ড (England Cricket Team)। জিম্বাবোয়ের (Zimbabwe) বিরুদ্ধে নটিংহ্যামে চারদিনের টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ৬ উইকেটে ৫৬৫ রান করে ডিক্লেয়ার ঘোষণা করলেন অধিনায়ক বেন স্টোকস। ব্যাজবল নীতিতে ঝড় তুলে মাত্র ৯৬.৩ ওভার ব্যাটিং করেই ইনিংসের পরিসমাপ্তি ঘোষণা করলেন স্টোকস। এর মধ্যে ওভার প্রতি ৬ রান, তিনটি বড় সেঞ্চুরি ও একটা হাফ সেঞ্চুরি করলেন ইংল্যান্ডের ব্যাটাররা।
ইংল্যান্ডের দুই ওপেনার জ্যাক ক্রাউলি (১২৪ রান) ও বেন ডাকেট (১৩৪ বলে ১৪০) ওপেনিং জুটিতে তুলে্ছিলেন ২৩১ রান। এরপর তিনে নেমে ওলি পোপ করেন ১৬৬ বলে ১৭১ রান। একটা সময় ইংল্যান্ডের স্কোর ছিল ১ উইকেটে ৩৬৮ রান। এদিন ৫০ বলে ৫৮ রানের ইনিংস খেলে হ্যারি ব্রুক আউট হতেই ইংল্যান্ড প্রথম ইনিংসে ডিক্লেয়ার ঘোষণা করে। দলের দুই তারকা সিনিয়ার জো রুট (৩৪) ও বেন স্টোকস (৯) রান পাননি। আইপিএলে বিরাট কোহলির আরসিবি-তে সুযোগ পাওয়া জিম্বাবোয়েন পেসার ব্লেসিং মুঝারাবানি ১৪৩ রান দিয়ে ৩টি উইকেট নেন। ইংল্যান্ডের তিন তারকা-রুট, স্টোকস ও ব্রুককে আউট করেন আরসিবি-র জিম্বাবোয়েন তারকা পেসার।
৫৬৫ রানে প্রথম ইনিংস ছাড়লেন স্টোকসরা
England declare with a massive total against Zimbabwe! https://t.co/Kk0XoNj3cm | #ENGvZIM pic.twitter.com/mKTotvoten
— ESPNcricinfo (@ESPNcricinfo) May 23, 2025
গতকাল, বৃহস্পতিবার প্রথম দিনের শেষ জিম্বাবোয়ের বিরুদ্ধে ইংল্যান্ডের স্কোর ছিল ৩ উইকেটে ৪৯৮ রান। এদিন ৪৪ বলে দলের রানে ৬৭ যোগ করেন ব্রুক-রা।