Team India. (Photo Credits: X)

ENG vs IND 2nd Test Day 2: এজবাস্টেন টেস্টে দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার ৫৮৭ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ইংল্য়ান্ডের স্কোর ৩ উইকেটে ৭৭ রান। বেন স্টোকসরা এখনও পিছিয়ে ৫১০ রানে, হাতে ৭ উইকেট। পরপর দু বলে দুটি উইকেট তুলে নিয়ে টিম ইন্ডিয়াকে অনেকটা এগিয়ে দিয়েছেন বাংলার পেসার আকাশদীপ। জশপ্রীত বুমরার পরিবর্তে এজবাস্টেনে নেমে আগুন ঝরাচ্ছেন আকাশদীপ। অবিশ্বাস্য ফর্মে থাকা ইংল্য়ান্ডের ওপেনার বেন ডাকেট (০) ও ওলি পোপ (০)-কে পরপর আউট করেন আকাশদীপ। এরপর অপর ওপেনার জ্য়াক ক্রাউলি (১৯)-কে আউট করেন মহম্মদ সিরাজ। দিনের খেলার শেষ ১৩ ওভার কাটিয়ে দেন ইংল্যান্ডের দুই সেরা ব্যাটার-জো রুট (১৮ অপরাজিত) ও হ্যারি ব্রুক (৩০ অপরাজিত)। আকাশদীপ ৩৬ রান দিয়ে ২ উইকেট নেন। মহম্মদ সিরাজ ১টি উইকেট নেন ২১ রান দিয়ে।

টেস্টে এক ইনিংসে ভারত অধিনায়ক হিসেবে সর্বাধিক রান

বার্মিংহ্য়াম টেস্টের দ্বিতীয় দিনের ২৬৯ রানের অবিশ্বাস্য ইনিংস খেললেন ভারত অধিনায়ক শুভমন গিল। ৩৮৭ বলে ২৬৯ রানের ইনিংসে গিল ৩০টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি হাঁকান, স্ট্রাইক রেট ৬৯.৫০। ভারতের অধিনায়ক হিসেবে টেস্টের এক ইনিংসে সর্বাধিক রানের নজির গড়লেন গিল। ভাঙলেন বিরাট কোহলি (২৫৪ রান অপরাজিত, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০১৯ সালে) -র রেকর্ড। সেই সঙ্গে ইংল্য়ান্ডের মাটিতে প্রথম ভারত অধিনায়ক হিসেবে ডবল সেঞ্চুরি হাঁকানোর নজিরও এদিন গড়লেন গিল।

দ্বিতীয় দিনের শেষে এজবাস্টন টেস্টের স্কোরবোর্ড

সপ্তম উইকেটে গিল-জাদেজার ২০৩ রানের পার্টনারশিপ

এদিন প্রথমে সপ্তম উইকেটে জাদেজার সঙ্গে ২০৩ রান, তারপর অষ্টম উইকেটে ওয়াশিংটন সুন্দরের সঙ্গে ১৪৪ রানের পার্টনারশিপ গড়েন ভারত অধিনায়ক। যখন মনে হচ্ছিল তিনি এবার ত্রিশতরান করে ফেললেন, তখনই ব্রিটিশ পেসার জোস টাঙের বলে আউট হন গিল। ভারত অধিনায়ক যখন ক্রিজে নেমেছিলেন তখন বার্মিংহ্য়াম টেস্টে টিম ইন্ডিয়ার রান ছিল ২ উইকেটে ৯৫, তারপর একটা সময় ৫ উইকেটে ২১১ রান হয়ে গিয়েছিল, গিল যখন আউট হলেন তখন টিম ইন্ডিয়ার স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ৫৭৪। গিলের পাশাপাশি রবীন্দ্র জাদেজা ৮৯ রানের অবিশ্বাস্য ইনিংস খেললেন। ওয়াশিংটন সুন্দরও আট নম্বরে নেমে ৪২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন। তার আগে ওপেনার যশস্বী জয়সওয়াল ৮৭ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। করুণ নায়ার (৩১) ও ঋষভ পন্থ (২৫) সেট হয়ে আউট হয়ে যান। ইনিংসের শুরুতে আউট হয়েছিলেন কেএল রাহুল (২)।

গিলের নজির

SENA মানে ক্রিকেটের কুলীন চার দেশ- দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড এবং অস্ট্রেলিয়া- এই চারটি দেশে এতদিন কোনও ভারত অধিনায়কের টেস্ট সেঞ্চুরি ছিল না। সেটাই এদিন করে দেখালেন গিল। টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে টেস্টে ডবল সেঞ্চুরি করেছেন- বিরাট কোহলি (৭বার, তার মধ্য়ে ৬টি দেশের মাটিতে, একটি ওয়েস্ট ইন্ডিজে)), মহেন্দ্র সিং ধোনি (২০১৩ সাল, ২২৪, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে) ও মনসুর আলি খান পতৌদি (১৯৬৪, দিল্লিতে ইংল্যান্ডের বিরুদ্ধে)। টেস্টে গিলের এটি প্রথম ডবল সেঞ্চুরি। এর আগে ২০২৩ সালে গিল ওয়ানডে ক্রিকেটে ডবল সেঞ্চুরি হাঁকিয়ে ছিলেন (হায়দরাবাদ, নিউ জিল্যান্ড, ২০৮)। টেস্ট এবং ওয়ানডে-তে ডবল সেঞ্চুরি এবং টি-২০ আন্তর্জাতিকে সেঞ্চুরি হাঁকানোর বিরল ক্লাবে ঢুকলেন গিল।