Martinez. (Photo Credits: Twitter/BR Sports)

দোহা, ৯ ডিসেম্বর: আরও একবার দুরন্ত গোল বাঁচিয়ে হিরো তিনি। শনিবার রাতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে টাইব্রেকারে দুরন্ত কায়দায় দুটো দুরন্ত সেভ করে লিওনেল মেসিদের সেমিফাইনালে তুললেন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez)। জয়ের পর মার্টিনেজ বললেন, " আমি শুনেছিলাম লুইস ভান গল (ডাচ কোচ) বলেছিলেন, টাইব্রেকারে হলে আমরাই জিতব। কারণ আমাদের গোলকিপার ওদের চেয়ে অনেক ভাল। ডাচরা শট নেওয়ার সময় ওদের কোচের সেই কথাটাই যেন আমার কানে বারবার বাজছিল।"

এরপর ডাচ কোচের উদ্দেশ্যে মার্টিনেজ বললেন, " আমি মনে করি ওর এখন মুখ বন্ধ করার দরকার।"আরও পড়ুন-ম্যাচের উত্তেজনায় কাতারে ক্রীড়া সাংবাদিকের মৃত্যু

দেখুন টুইট

এদিকে, ২০১৪ ব্রাজিলে আয়োজিত বিশ্বকাপের সেমিফাইনালে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। সেবার আর্জেন্টিনাকে জিতিয়েছিলেন গোলকিপার রোমেরো। আর এবার মার্টিনেজ। বিশ্বকাপে পরপর দুবার দুটো নক আউট পর্বে ডাচদের টাইব্রেকারে হারালেন মেসিরা।

দেখুন টাইব্রেকারের ভিডিয়ো

এদিকে, আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচে দু'দলকে মিলিয়ে মোট ১৯ বার কার্ড ব্যবহার করলেন রেফারি অ্যান্তোনিও মাতেউ লাহোজ। আর্জেন্টিনার আটজন ও ডাচদের সাতজনকে কার্ড দেখান রেফারি। পাশাপাশি রিজার্ভ বেঞ্চে বসে থাকা কয়েকজনকেও কার্ড দেখানে রেফারি। লিওনেল মেসিও হলুদ কার্ড দেখলেন। দুটো হলুদ কার্ড দেখায় লাল কার্ডে মাঠ ছাড়েন ডাচ তারকা ডামফ্রাইস। ম্যাচ শেষে রেফারির বিরুদ্ধে তোপ দাগে আর্জেন্টিনা শিবির।