কলকাতা, ২৫ এপ্রিল: ইডেন গার্ডেন্সেই হতে চলেছে চলতি আইপিএলের দুটি প্লে অফ ম্যাচ। আগামী ২৪ ও ২৫ মে আইপিএলের এই দুটি প্লে অফ ম্যাচের জন্য পরিকাঠামো সহ বেশ কিছু বিষয় খতিয় দেখতে আইপিএলের আয়োজক কমিটি আসে ইডেন পরিদর্শন। সিএবি-র দুই শীর্ষ কর্তা স্নেহাশীষ গাঙ্গুলি ও অভিষেক ডালমিয়ার সঙ্গে ইডেন ঘুরে দেখে কথা বলেন আইপিএলের প্রতিনিধি দলের সদস্যরা।
সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া জানান, ইডেনে আইপিএল প্লে অফ ম্যাচ আয়োজনের সবুজ সঙ্কেত মিলেছে। ১০০ শতাংশ দর্শক নিয়েই আয়োজত হওয়ার কথা আইপিএলের প্লে অফ ম্যাচ।
দেখুন টুইট
A BCCI team visited Eden Gardens and conducted a recce of the facilities ahead of the #IPL2022 playoffs.
"The meeting was fruitful. The team was satisfied with the arrangements. The two playoff matches would be played on May 24 and 25," said Avishek Dalmiya@CabCricket
— Subhayan Chakraborty (@CricSubhayan) April 25, 2022
করোনার কারণে চলতি বছর আইপিএলের রাউন্ড রবীন লিগের সব ম্যাচ মুম্বই, নবি মুম্বই ও পুণেতেই আয়োজিত হচ্ছে।