কলিঙ্গ সুপার কাপে প্রথম থেকেই অনবদ্য ছন্দে ছিল লাল-হলুদ ব্রিগেড। সেই সফরের শেষ হল ২৮ জানুয়ারী (রবিবার)। ম্যাজিকাল পারফর্মেন্স করে রোমাঞ্চকর কলিঙ্গ সুপার কাপের ২০২৪ ফাইনালে ওড়িশা এফসিকে পরাজিত করল ইস্টবেঙ্গল । ম্যাচের ৩৯ তম মিনিটে দিয়েগো মৌরিসিওর গোলে ম্যাচে ১-০ গোলে এগিয়ে যায় ওড়িশা এফসি। তবে তাঁর কিছুক্ষণের মধ্যেই খেলায় ফিরে আসে ইস্টবেঙ্গল। ম্যাচের ৫১ মিনিটে সমতা ফেরান নন্দকুমার সেকার। এরপরতার ১১ মিনিটের মধ্যেই পেনাল্টি থেকে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন সাউল ক্রেসপো।
ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মুরতাদা ফলকে বিদায় করার পর ওড়িশা এফসি ১০ জন খেলোয়াড়ে খেলা শুরু করে।এরপর শৌভিক চৌধুরীকেও ম্যাচে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখানো হয়।যার ফলে দুই দলই ১০ জনে মাঠে নামে।৯০ মিনিটের অতিরিক্ত সময়ে ওড়িশা এফসিকে সমতা ফেরান আহমেদ জাহহ। মূল খেলায় ২-২ স্কোর হওয়ায় খেলা গড়ায় এক্সট্রা টাইমে। সেখানেই ম্যাচের ১১১ মিনিটে ওড়িশার কফিনে পেরেক পুতে দেন ইস্টবেঙ্গল অধিনায়ক ক্লিটান সিলভা।ওডিশা গোলকিপার মোয়া রালতে পাস দেন তাদের সাইড ব্যাক নরেন্দর গেহলেটকে। বল ধরে রাখতে পারেননি নরেন্দর। সুযোগ মিস করেননি ক্লেটন। শেষ মিনিটে তার সেরা পারফরম্যান্স অব্যাহত রেখে ১১১তম মিনিটে গোল করে দলের জয়ে সিলমোহর পড়ে যায়। দীর্ঘ ১২ বছর জাতীয় স্তরের কোনও ট্রফি ছিল না ইস্টবেঙ্গলে। কলিঙ্গ সুপার কাপে সেই প্রত্যাশা পূরণ হল।
🏆 𝙏𝙃𝙀 𝙈𝙊𝙈𝙀𝙉𝙏 𝙏𝙃𝙀𝙔 𝙒𝙀𝙍𝙀 𝙒𝘼𝙄𝙏𝙄𝙉𝙂 𝙁𝙊𝙍 🏆@eastbengal_fc 🙇
Read 👉 https://t.co/MkK5Am2wE5#EBOFC ⚔️ #KalingaSuperCup 🏆 #IndianFootball ⚽ pic.twitter.com/WCrVsX4io4
— Indian Football Team (@IndianFootball) January 28, 2024