Durand Cup 2025 (Photo Credit: X@Football_IND15)

Durand Cup 2025 Jamshedpur FC Vs Indian Army FT Live Streaming: ডুরান্ড কাপে আজ, মঙ্গলবার গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি জামশেদপুর এফসি ও ইন্ডিয়ান আর্মি এফটি। এই ম্যাচে জিতে জামশেদপুর এফসি কোয়ার্টার-ফাইনালে ওঠার দৌড়ে এগিয়ে যেতে মরিয়া। নেপালের ত্রিভুবন আর্মি এফসি-র বিরুদ্ধে ৩-২ গোলের জিতে এবারের ডুরান্ড কাপে অভিযান শুরু করেছে আইএসএলের বড় ক্লাব জামশেদপুর এফসি।

ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) দলের জামশেদপুর এফসি তাদের দ্বিতীয় গ্রুপ পর্বের ম্যাচে ইন্ডিয়ান আর্মি এফটি-র মুখোমুখি হতে যাচ্ছে জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে। গত বছর এই দুটি দল ডুরান্ড কাপে মুখোমুখি হয়েছিল, যেখানে আইএএফটি বড় অঘটন ঘটিয়ে জামশেদপুর এফসি-কে টুর্নামেন্ট থেকে অপ্রত্য়াশিত বিদায় ঘটিয়েছিল।

এক নজরে দেখে নিন এই ম্যাচ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা

ডুরান্ড কাপ ২০২৫ জামশেদপুর এফসি বনাম ইন্ডিয়ান আর্মি ম্যাচটি কবে, কোথায় আয়োজিত হবে

২৯ জুলাই, মঙ্গলবার জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসি বনাম ইন্ডিয়ান আর্মি ম্যাচটি আয়োজিত হবে।

কখন শুরু হবে খেলাটি

ভারতীয় সময়ে ম্যাচটি বিকেল ৪টায় শুরু হবে খেলাটি।

টিভিতে কোথায় কীভাবে সরাসরি দেখবেন

সোনি স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে সরাসরি দেখতে পাবেন খেলাটি।

অনলাইন সরাসরি কীভাবে দেখবেন

সোনি লিভ অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলা।