Team India Adidas Jersey. (Photo Credits: Twitter)

মুম্বই, ৩০ জুন: রোহিত শর্মা. বিরাট কোহলি. হরমনপ্রীত কৌর-রe জার্সিরা এবার Dream 11-লেখা জার্সি পরে খেলবেন। ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে টাইটেল স্পন্সর হিসেবে এবার দেখা যাবে দেশের জনপ্রিয় স্পোর্টস প্ল্য়াটফর্ম 'ড্রিম ১১' (Dream 11)। আগামী চার বছরের জন্য বাইজু-র পরিবর্তে টিম ইন্ডিয়ার মূল স্পন্সর হিসেবে আসছে Dream 11। ২০২০ আইপিএলে টাইটেল স্পন্সর ছিল ড্রিম ১১। তবে পরে তারা আইপিএলের মূল স্পন্সর থেকে সরে এসেছিল। ফলে টিম ইন্ডিয়ার জার্সিতে এবার জ্বলজ্বল করবে ড্রিম ১১-র নাম। এ ছাড়াও টিম ইন্ডিয়ার স্পন্সর হিসেবে আছে অ্যাডিডাস, মাস্টার কার্ড, অম্বুজা সিমেন্টস, কিলার (এমপিএল স্পোর্টস)।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টিম ইন্ডিয়ার জার্সিতে কোনও মূল স্পন্সের লোগো ছিল না। আর্থিক সঙ্কটে ভোগা অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম বাইজু টাইটেল স্পন্সর থেকে সরে আসে।

ড্রিম ১১-কে অনেকেই ধরেন বেটিং কোম্পানি হিসেবে। যেখানে ভার্চুয়ালি ক্রিকেটে ম্যাচ শুরুর আগে দল গড়ে রোজগার করতে পারেন ইউজাররা। অথচ বোর্ড কর্তারা ক্রিপ্টো, মাদক বা নেশা জাতীয় দ্রব্য. কিংবা বেটিং সংক্রান্ত কোম্পানিগুলিকে টাইটেল স্পন্সর থেকে দূরে রাখার বলেছিলেন।

দেখুন কেমন হতে পারে রোহিতদের জার্সি

দেখুন টুইট

অতীতে টিম ইন্ডিয়ার টাইটেল স্পন্সর হিসেবে ছিল আইটিসি, সাহারা, স্টার ইন্ডিয়া, ওপো-র মত কোম্পানি। এমএস ধোনিরা সাহারার জার্সিতে ২০১১ বিশ্বকাপ জিতেছিলেন।