স্পোর্টস ডেস্ক, ২১ জুন: প্রথম ম্যাচে রোয়ান্ডার বিরুদ্ধে ৬ রানে অল আউট, তার পরদিন তানজিনার কাছে ১১ রানে অল আউট, তারপর গতকাল আইসিসি অনুমোদিত এক টি টোয়েন্টি টুর্নামেন্টে রেকর্ড রানের হারের লজ্জা গড়ে মালি। কুইবকা টি টোয়েন্টি টুর্নামেন্টে উগান্ডার বিরুদ্ধে মালি মহিলা দল হারে ৩০৪ রানের রেকর্ড রানে। পুরুষ, মহিলা যে কোনও ধরনের টি টোয়েন্টি ক্রিকেটে এক বড় হারের রেকর্ড আগে কখনও হয়নি।
৩০৪ রানে জয়টা টেস্ট ক্রিকেটেই বড় ব্যবধানে জয়, সেখানে মালির ব্যর্থতায় টি টোয়েন্টিতেও হল ৩০০ প্লাস ব্যবধানে জয়ের রেকর্ড। আরও পড়ুন- ICC World Cup 2019: ম্যাচ হেরেও হৃদয় জিতল বাংলাদেশ, সাকিবদের কাছে বিশ্বকাপ এখন নক আউট
প্রথমে ব্য়াট করে উগান্ডা নির্ধারিত ২০ ওভারে তুলেছিল ৩১৪ রান। যা টি টোয়েন্টিতে রেকর্ড। জবাবে ব্যাট করতে নেমে মালি অল আউট হয়ে যায় মাত্র ১০ রানে। হ্যাঁ, মাত্র ১০। প্রথম ম্যাচে ৬, তারপর ১১, শেষ ম্যাচে উগান্ডার বিরুদ্ধে ১০ রানে অল আউট । দুটো ম্যাচ মিলিয়ে মালি মহিলা দলের ৩০টা উইকেট পড়ল মাত্র ২৭ রানে। এমন রেকর্ড বাইশ গজের দুনিয়ায় কেউ কখনও শোনেননি।
কিন্তু মালি মহিলা দলের কেন এমন হাল? কেনই বা তাদের খেলতে নেওয়া হল। আসলে এই টুর্নামেন্টে মালিকে শেষ মুহূর্তে অন্তর্ভুক্ত করা হয়। কুইবকা মহিলাদের টি টোয়েন্টি টুর্নামেন্টে গতবারের চ্যাম্পিয়ন কেনিয়া মহিলা দল তাদের বোর্ডের অর্থাভাবে খেলছে না। তাই কেনিয়ার পরিবর্তে একেবারে নতুন মালি মহিলা দলকে খেলানো হচ্ছে টুর্নামেন্টে। রোয়ান্ডায় আয়োজিত চার দলীয় এই টুর্নামেন্টে মালি মহিলা দল একের পর এক লজ্জা উপহার দিল। তিনটে ম্য়াচ খেলে তিনটেই রেকর্ড গড়ে হারল তারা। মালি দল নাকি রোয়ান্ডায় খেলতে আসার আগে ১১জন ক্রিকেটারকেই জোগাড় করতে পারেননি। 'যাকে পাবি তাকে নে' ফর্মুলায় দল গড়তে গিয়ে কোনও দিন ব্যাট না ধরা মহিলাকে আন্তর্জাতিক খেলিয়েই নাকি নাম ডুবল মালির। এবার বাইশ গজের বাগানে ফুল ফোটাতে মালি-র দরকার নতুন কোনও মালির।