বড় অঘটন থেকে রক্ষা পেল বছরের শেষ আর জমকালো গ্র্যান্ডস্লাম ইউএস ওপেন। শনিবার সকালে (ভারতীয় সময়) ফ্লাশিং মিডোয় স্বদেশীয় লাসলো জেরের বিরুদ্ধে প্রথম দুটো সেটে ৪-৬, ৪-৬ হেরে তৃতীয় রাউন্ড থেকে বিদায়ের মুখে দাঁড়িয়ে ছিলেন সার্বিয়ান কিংবদন্তি নোভাক জকোভিচ। গোটা টেনিস বিশ্ব তখন স্তম্ভিত। সেখান থেকেই মহারাজকীয় প্রত্যাবর্তন ঘটালেন ২৩টি গ্র্যান্ডস্লামের মালিক।
পরের দুটি সেট অনায়াসে ৬-১, ৬-১ জেতার পর, নির্ধারক পঞ্চম সেটে জকোভিচ ৬-৩ জিতে প্রি কোয়ার্টার ফাইনালে উঠলেন। ম্যাচ জয়ের পর জকোভিচ হাসতে হাসতে বললেন, "লাসলো দারুণ খেলল। তবে নিজের ওপর বিশ্বাস ছিল। জানতাম দ্বিতীয় সেটে হারের পরেও জানতাম ম্যাচে ফিরব।" কোয়ার্টার ফাইনালে ওঠার ম্য়াচে দুনিয়ার এক নম্বর জকোভিচের সামনে এবার অবাছাই ক্রোয়েশিয়ার বোর্না গোজো। চতুর্থ রাউন্ডে ওঠার পথে বোর্ন একটা সেটেও হারেননি। বোর্না অবশ্য এখনও এটিপি ব়্যাঙ্কিংয়ে প্রথম ১০০-র মধ্যে ঢুকতে পারেননি। আরও পড়ুন-ভারত বনাম পাকিস্তান, এশিয়া কাপ ২০২৩, সরাসরি দেখবেন যেখানে
দেখুন টুইট
THE COMEBACK IS COMPLETE ‼️
Novak Djokovic survives and advances. pic.twitter.com/WBtMxicpPU
— US Open Tennis (@usopen) September 2, 2023
ম্যাচ জিতে কী বললেন জকোভিচ
Novak Djokovic had a talk with himself in the mirror when he was down 2 sets to 0 against Djere:
“Actually I did. And I’m not lying. 😂 I did a pep talk in the mirror & kind of laughed at myself bc I was so agitated.. I had to force myself to lift myself up” pic.twitter.com/9MPEBMNNp1
— The Tennis Letter (@TheTennisLetter) September 2, 2023
এদিকে, মহিলাদের সিঙ্গলসে তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিলেন কাজাকাস্তানের তারকা তথা বিশ্বের চার নম্বর খেলোয়াড় এলেনা রাইবাকিনা। রাইবাকিনাকে ৬-৩, ৬-৭, ৬-৪ হারালেন স্পেনের সোরানো ক্রিস্টিয়া। অন্যদিকে অবসর ভেঙে ফিরে চতুর্থ রাউন্ডে উঠলেন ডেনমার্কের তারকা ক্যারোলিনা ওয়াজনিয়াকি।