Digvesh Rathi. (Photo Credits: X)

শৃঙ্খলাভঙ্গের দায়ে লখনৌ সুপারজায়েন্টস (Lucknow Super Giants)-এর স্পিনার দিগ্বেশ রাঠী (Digvesh Singh Rathi)-কে এক ম্যাচ নির্বাসিত করা হল। নির্বাসনের জেরে বৃহস্পতিবার আমেদাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলতে পারবেন না ঋষভ পন্থের দলের স্পিনার দিগ্বেশ। গতকাল, সোমবার লখনৌয়ে হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে সানরাইজার্সের ওপেনার অভিষেক শর্মা আউট হয়ে মাঠ ছাড়ার সময় তার দিকে ছুটে গিয়ে কিছু একটা বলেন দিগ্বেশ। এরপরই দুজনের তুমুল তর্কে শুরু হয়।

আম্পয়ারদের বারণ সত্ত্বেও প্রকাশ্যে অভিষেকের সঙ্গে তর্ক করতে থাকেন ২৫ বছরের স্পিনার দিগ্বেশ। পাঁচ ডেরিমিট হয়ে যাওয়া দিগ্বেশ-কে এক ম্যাচ সাসপেন্ড করা হল। সেই সঙ্গে লখনৌয়ের এই তারকা স্পিনারের ম্যাচ পারিশ্রমিকের ৫০ শতাংশ জরিমানা হিসেবে কাটা হল। চলতি আইপিএলে ১২টি ম্যাচ খেলে ১৪টি উইকেট নেন। অন্যদিকে বচসায় জড়ানোয় সানরাইডার্সের ওপেনার অভিষেক শর্মা-র ম্যাচ পারিশ্রমিকের ২৫ শতাংশ টাকা জরিমানা হল।

দেখুন দুজনের বিবাদের ভিডিয়ো

এক ম্যাচ সাসপেন্ড দিগ্বেশ