Dewald Brevis. (Photo Credits: X)

Dewald Brevis: ডারউইনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ৫৬ বলে ১২৫ রানের অপরাজিত অবিশ্বাস্য ইনিংস খেললেন দক্ষিণ আফ্রিকার তরুণ প্রতিশ্রুতিমান ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস। প্রোটিয়া কিংবদন্তি এবি ডেভিলিয়ার্সের মত কায়দায় ব্য়াটিং করেন বলে ব্রেভিসকেই অনেকেই বেবি এবি বলেন। ২২ বছরের সেই বেবি এবি এদিন অজিদের বিরুদ্ধে ৪১ বলে সেঞ্চুরি করে একাই মাতিয়ে দিলেন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ব্রেভিসের এটি প্রথম সেঞ্চুরি। তাঁর সেঞ্চুরিতে ভর করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা করল ৭ উইকেটে ২১৮ রান। অথচ একটা সময় দ্রুত ফিরে যান টপ অর্ডারের প্রথম তিন ব্যাটার- আইডেন মার্করাম (১৮), রায়ান রিকেলটন (১৪) ও লুহান-দ্রে প্রিটোরিয়াস (১০)। ৫৭ রানে ৩ উইকেট থেকে শুরু হয়ে ব্রেভিসের সুনামি। তিন ম্যাচের সিরিজে ০-১ পিছিয়ে পড়ে এদিন খেলতে নামে দক্ষিণ আফ্রিকা। চার নম্বরে ব্যাট করতে নেমে ব্রেভিসের অপরাজিত ১২৫ রানের ইনিংস সাজানো থাকল ৮টি ওভার বাউন্ডারি ও ১২টি বাউন্ডারি দিয়ে। স্ট্রাইক রেট ২২৩। টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকান হিসাবে এটি দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। সবচেয়ে কম বলে টি-২০ আন্তর্জাতিকে দক্ষিণ আফ্রিকানদের মধ্যে সেঞ্চুরির নজিরটা ডেভিড মিলারের দখলে (৩৫ বলে সেঞ্চুরি, বাংলাদেশের বিরুদ্ধে, ২০১৭ সালে)।

যেসব নজির গড়লেন ব্রেভিস

এই অনবদ্য ইনিংসের সুবাদে ব্রেভিস বেশ কয়েকটি নজির গড়লেন। সেগুলি হল-১) আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকানদের মধ্যে এক ইনিংসে সর্বাধিক রান (১২৫ রান অপরাজিত), ২) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক টি-২০ সেঞ্চুরি, ৩) দক্ষিণ আফ্রিকার হয়ে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সেঞ্চুরি।

দেখুন ব্রেভিসের বিস্ফোরণ

ওয়ানডে ক্রিকেটে এখনও অভিষেক হয়নি ব্রেভিসের

এখনও ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়নি ব্রেভিসের। ক দিন আগেই জিম্বাবোয়েতে টেস্ট অভিষেক হয়েছিল। আর তাঁর কেরিয়ারের নবম আন্তর্জাতিক টি-২০ ম্যাচেই একেবারে বিস্ফোরক সেঞ্চুরি করে ফেললেন 'বেবি এবি'। এতদিন তাঁর টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ছিল ৪১।

ধোনিদের তুরুপের তাস হতে চলেছেন

আইপিএলের নিমালে অবিক্রিত থেকে গিয়েছেন ব্রেভিস। কিন্তু ক'মাস আগে হওয়া আইপিএলে গুরজাপনিত সিং চোট পাওয়ায় পরিবর্ত ক্রিকেটার হিসাবে ব্রেভিসকে টুর্নামেন্টের শেষের দিকে দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। এবার ধোনিদের শেষ আইপিএল ম্যাচে ব্রেভিস ১৯ বলে হাফ সেঞ্চুরি করে চমকে দিয়েছিলেন। আগামী মরুসমের আইপিএলে ব্রেভিস চেন্নাইয়ের তুরুপের তাস হতে চলেছেন, সে কথা বলাই যায়।