দক্ষিণ আফ্রিকার জার্সিতে টেস্ট ক্রিকেটে অভিষেক হতে চলেছে চেন্নাই সুপার কিংসের তারকা ডিওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis)-এর। দেশের জার্সিতে ওয়ানডে ক্রিকেটে অনবদ্য পারফম করা ব্রেভিস আগামিকাল, শনিবার থেকে জিম্বাবোয়ের (Zimbabwe vs South Africa 1st Test) বিরুদ্ধে বুলাওয়ে টেস্টে (Bulawayo Test) দক্ষিণ আফ্রিকার জার্সিতে নামতে চলেছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ২০টি ওয়ানডে ও ২টি টি-২০ খেলার পর অবশেষে দেশের জার্সিতে টেস্ট অভিষেক হচ্ছে ব্রেভিসের। যার ব্যাটিংয়ের স্টাইল এবি ডেভিলিয়ার্সের সঙ্গে অনেকটা মিলে যাওয়ায়, তাঁকে ক্রিকেট বিশ্ব ডাকে-'বেবি এবি' নামে।
কেশব মহারাজের দলে অভিষেক তিনজনের
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ট্রফি জেতার পর এটাই হতে চলেছে দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচ। তেম্বা বাভুমা সহ বেশ কয়েকজন তারকা বিশ্রাম নেওয়ায় জিম্বাবোয়ের বিরুদ্ধে বুলাওয়ে টেস্টে দক্ষিণ আফ্রিকা-কে নেতৃত্ব দেবেন তারকা স্পিনার কেশব মহারাজ। কার্যত দ্বিতীয় সারির দল নিয়েই নামছে প্রোটিয়ারা। ফলে দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে ব্রেভিস সহ মোট তিনজনের অভিষেক হচ্ছে- মিডল অর্ডার ব্যাটার লুহুয়ান-দ্রে প্রিটোরিয়াস, পেসার অলরাউন্ডার কোডি ইউসুফ।
আট বছর পর জিম্বাবোয়ের বিরুদ্ধে টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা
আট বছর পর জিম্বাবোয়ের বিরুদ্ধে টেস্ট খেলবে তাদের পড়শি দেশ দক্ষিণ আফ্রিকা। তবে এটি ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। কারণ জিম্বাবোয়ে ও আয়ারল্যান্ডের টেস্ট খেলার মর্যাদা থাকলেও টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা পাইনি।
দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ
🚨 TEAM ANNOUNCEMENT 🚨
Captain Keshav Maharaj has confirmed the Starting XI for our Proteas Men ahead of tomorrow’s 1st Test against Zimbabwe 🏏🇿🇦.
A team ready to leave their mark in Bulawayo with flair and firepower 💪🔥.#WozaNawe pic.twitter.com/hvCSd0xkS0
— Proteas Men (@ProteasMenCSA) June 27, 2025
দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ:
ম্যাথু ব্রেটজকে, টনি দে জোরজি, উইয়ান মুলডার, ডেভিড বেডিংহ্যাম, লুহুয়ান-দ্রে প্রিটোরিয়াস, দেওয়াল্ড ব্রেভিস, কেইল ভেররাইনে (উইকেটকিপার), কোরবিন বোস, কেশব মহারাজ (অধিনায়ক), কোডি ইউসুফ, কেওনা মাপহাকা।