KL Rahul, Sai Sudarshan. (Photo Credits:X)

Delhi Test IND vs WI Day 4: পুরো সিরিজে অতি জঘন্য ক্রিকেট খেলে এসে আচমকাই চমকপ্রদ প্রত্যাবর্তন রোস্টন চেজদের। জোড়া সেঞ্চুরিতে ভর করে দিল্লি টেস্ট অপ্রত্য়াশিতভাবে পঞ্চম দিনে টেনে নিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ ২-০ জিততে আগামিকাল, মঙ্গলবার দিল্লি টেস্টের শেষ দিনে শুভমন গিলদের করতে হবে ৫৮ রানে, হাতে ৯ উইকেট। ক্রিজে আছেন কেএল রাহুল (৮) ও সাই সুদর্শন (৩০)। সিরিজের ফল ২-০ হওয়া নিয়ে কোনও সন্দেহ নেই, ঠিকই কিন্তু চতুর্থ দিনে ক্যারিবিয়ানদের আচমকা ঘুরে দাঁড়ানোটা দেখে সবাই চমকে গেলেন।

আমেদাবাদে চেজরা দুই ইনিংস মিলিয়ে পুরো ৯০ ওভার খেলতে পারেননি, সেখানে দিল্লি টেস্টের দ্বিতীয় ইনিংসে ক্যারিবিয়ানরা ১১৫ ওভার ব্য়াটিং করলেন

সিরিজের প্রথম টেস্ট আমেদাবাদে যে দলটা দুটো ইনিংস মিলিয়ে ৯০ ওভারও ব্য়াট করতে পারেনি, তারা দিল্লির কোটলার মত পিচে কীভাবে দ্বিতীয় ইনিংসে অনায়াসে ১১৫ ওভার খেলে দিল তা নিয়ে অনেকেই বিস্মিত। আমেদাবাদ টেস্টে দুই ইনিংস মিলিয়ে রোস্টন চেজরা করেছিলেন ৩০৮ রান, সেখানে দিল্লিতে শুধু দ্বিতীয় ইনিংসেই তাঁরা করলেন ৩৯০ রান। চেজরা যদি এদিন দিল্লির লড়াইটা আমেদাবাদে করতেন সিরিজটা এত অর্থহীনের মত শেষ হত না। চেজরা এভাবে লড়লে, অস্ট্রেলিয়া সিরিজের আগে গিলদের প্র্যাকটিশটা ভাল হত।

সিরিজ ২-০ জিততে শেষ দিনে গিলদের চাই মাত্র ৫৮ রান, হাতে ৯ উইকেট

কুলদীপ ও বুমরা দ্বিতীয় ইনিংসে তিনটি করে উইকেট নিলেন, সিরাজ নিলেন ২টি উইকেট

ক্যারিবিয়ান ওপেনার জন ক্যাম্পবেল (১১৫) ও সাই হোপের (১০৩) দুরন্তে সেঞ্চুরিতে ভর করে শুধু ইনিংস হার এড়ানো কিংবা পঞ্চম দিন পর্যন্ত সিরিজ টেনে নিয়ে যাওয়াই নয়, হারের আগে হারব না এমন একটা লড়াইও করল ওয়েস্ট ইন্ডিজ। আচমকাই ওয়েস্ট ইন্ডিজের প্রত্যাবর্তনে কিছুটা ঘাবড়ে গিয়ে জয়ের জন্য ১২১ রান তাড়া করতে নেমে মাত্র ৯ রানেই ওপেনার যশস্বী জয়সওয়াল (৮)-এর উইকেট হারিয়েছিল ভারত। তবে এরপর দিনের বাকিটা সময় খেলে দিয়ে দলকে জয়ের পথেই নিয়ে যাচ্ছেন কেএল রাহুল (২৫ অপরাজিত) ও তিনে নামা সাই সুদর্শন (৩০)। ক্যারিবিয়ান স্পিনার জোমেল ওয়ারিকান ফেরান প্রথম ইনিংসে ১৭৫ রানের দুরন্ত ইনিংস খেলা জয়সওয়ালকে।

শেষ উইকেটে ৭৯ রান যোগ করেন গ্রেভিস ও সিলেস

গতকাল মনে হচ্ছিল আজ, সোমবার লাঞ্চ কিংবা টি-র আগেই খেলা শেষ হতে পারে। কিন্তু ক্য়াম্পবেলের ১১৫, সাই হোপের ১০৩, রোস্টন চেজের ৪০ ও আটে নেমে জাস্টিন গ্রেভেসর ৫০ রানের ইনিংসটা ওয়েস্ট ইন্ডিজকে সম্মানজনক জায়গায় নিয়ে যায়। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৩৯০ রানে। ১১৯ ওভার ব্যাট করেন চেজরা। যেখানে ক্যারিবিয়ানদের প্রথম ইনিংস শেষ হয়েছিল ২৪৮ রানে। প্রথমে ব্য়াট করে প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া ৫ উইকেটে ৫১৮ রান করেছিল। চেজরা ২৪৮ রানে অল আউট হওয়ার পর শুভমন গিল ক্যারিবিয়ানদের ফলো অন না করিয়ে ফের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পাঠান।