Barbora Krejcikova. (Photo Credits: X)

Wimbledon 2025: উইম্বলডনে ইন্দ্রপতন। গতবার উইম্বলডনে মহিলাদের সিঙ্গলসে চ্য়াম্পিয়ন বারবোরা ক্রেচিকোভা তৃতীয় রাউন্ড থেকে ছিটকে গেলেন। চেক প্রজাতন্ত্রের বারবোরা গতবার সবাইকে চমকে চ্যাম্পিয়ন হয়েছিলেন, এবার ঠিক তেমনই সবাইকে চমকে মাত্র দুটো ম্য়াচে জিতেই বিদায় নিলেন। শনিবার অল ইংল্য়ান্ডে ক্লাবের ঐতিহ্যের সেন্টার কোর্টে গতবারের চ্যাম্পিয়ন ১৭ নম্বর বাছাই বারবোরা-কে তিন সেটের লড়াইয়ে ২-৬, ৬-৩, ৬-৪ হারালেন দশ নম্বর আমেরিকার এমা নাভারো।

ম্যাচের মাঝে চোট পাওয়ায় বড় অসুবিধায় পড়েন বারবোরা

প্রথম সেটে জিতে দারুণ ছন্দেই দেখাচ্ছিল এবারবোরাকে। কিন্তু চোট পাওয়ার পরই ছন্দপতন হয় তাঁর। চোট পেয়ে হারের মুখে চলে যাওয়ার পর কোর্টে দাঁড়িয়েই কাঁদতে থাকেন গতবারের চ্যাম্পিয়ন, দর্শকদের হাততালিতে ফের ম্যাচে ফেরার চেষ্টা করলেও সফল হননি।

 মহিলাদের সিঙ্গলসে গতবারের চ্যাম্পিয়নের বিদায়

চতুর্থ রাউন্ডে উঠলেন শীর্ষ বাছাই সিনার

মহিলাদের সিঙ্গলসে অঘটন ঘটলেও পুরুষদের সিঙ্গলসে সহজেই চতুর্থ রাউন্ডে উঠলেন শীর্ষ বাছাই ইতালির ইয়ানিক সিনার। সিনার ৬-১, ৬-৩, ৬-১ হারালেন স্পেনের অবাছাই খেলোয়াড় পেদ্রো মার্টিনেজকে। চলতি উইম্বলডনে এবারই প্রথম কোনও বাছাই খেলোয়াড়ের বিরুদ্ধে নামছেন সিনার। চতুর্থ রাউন্ডে শীর্ষ বাছাই ইতালিয়ান মহাতারকার প্রতিদ্বন্দ্বী ১৯তম বাছাই বুলগেরিয়ার তারকা গিগিয়ার দিমিত্রোভ।