
Roland Garros 2025: এক সেটে পিছিয়ে পড়ে চাপে ছিলেন, দ্বিতীয় সেটে জিতলেও বিপক্ষ ঘাড়ে নি:শ্বাস ফেলছিল। কিন্তু এরপর প্রতিপক্ষের চোট পাওয়ার সুযোগ নিয়ে ফাইনালে উঠে গেলেন স্পেনের তারকা তথা দ্বিতীয় বাছাই কার্লোস আলকারাজ (Carlos Alcaraz)। ইতালির লরেঞ্জো মুসেত্তিকে ৪-৬, ৭-৬, ৬-০, ২-০ ওয়াক ওভার পেয়ে টানা দুবার ফরাসি ওপেনের ফাইনালে উঠলেন স্পেনের কার্লোস আলকারাজ। এক সেটে পিছিয়ে পড়ার পর, ২-১ এগিয়ে গিয়েছিলেন। কিন্তু তৃতীয় সেট থেকেই মুসেত্তি কোর্টে কার্যত খোড়াচ্ছিলেন। সেই সুযোগে ৬-০ তৃতীয় সেটে জেতেন আলকারাজ।
চতুর্থ সেটে চোট পেয়ে মাঠ ছাড়েন মুসেত্তি, ২-১ এগিয়ে থাকার সময় ওয়াকওভার পেলেন আলকারাজ
এরপর চতুর্থ সেটে প্রথম দুটি গেমে আলকারাজ জেতার পর আর মাঠে দাঁড়ানোর মত ফিটনেস থাকায় কোর্ট ছাড়তে বাধ্য হন টুর্নামেন্টের আট নম্বর বাছাই মুসেত্তি।
ফাইনালে আলকারাজ
A sad ending to a thrilling encounter 💔
Alcaraz is back in the Roland-Garros final as Musetti is forced to retire. #RolandGarros pic.twitter.com/n5EZsDTroS
— Roland-Garros (@rolandgarros) June 6, 2025
নাদালের অবসরের পর ক্লে কোর্টের বাদশনা এখন স্পেনের আলকারাজ
রাফায়েল নাদালের অবসরের পর তাঁর দেশের তারকা আলকারাজ এখন ক্লে কোর্টের বাদশা। রবিবার টানা দুবার ফরাসি ওপেন ও তাঁর পঞ্চম গ্র্যান্ডসামে জেতার লক্ষ্যে নামবেন ২২ বছরের স্প্যানিয়ার্ড। আলকারাজের ফাইনালের প্রতিপক্ষ আর কিছুক্ষণ পরেই দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে চলা জানিক সিনার বনাম নোভাক জকোভিচ ম্য়াচের জয়ী।