মুম্বই,১২ এপ্রিল: রেকর্ড ১৪ কোটি টাকা খরচ করে মেগা নিলামে পেসার-অলরাউন্ডার দীপক চাহারকে দলে রেখেছিল চেন্নাই সুপার কিংস। বল হাতে গত বেশ কয়েকটা আইপিএলে মাতিয়ে দেওয়ার পাশাপাশি, ব্যাটেও ফিনিশার হিসেবে দারুণ কাজে আসবে চাহার। আর তাই অনেক তারকাকে বাদ দিয়ে ১৪ কোটি টাকা খরচ করে চাহারকে দলে নিয়েছিল চেন্নাই। কিন্তু ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হ্যামস্ট্রিংয়ে চোট পান চাহার। তার পর থেকে এক মাসের বেশি সময় ধরে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করছেন তিনি। মনে করা হচ্ছিল, আগামী সপ্তাহ থেকেই আইপিএলে খেলতে পারবেন তিনি। কিন্তু চোট সারাতে গিয়ে নতুন করে চোট পান চাহার।
তারকা এই পেসার অলরাউন্ডারের পিঠের চোট পরীক্ষা করে দেখা গেল চলতি আইপিএলে খেলার আর সম্ভাবনা নেই। ফলে ধোনি-জাদেজাদের চেন্নাই সুপার কিংসকে তাদের স্ট্রাইক বোলার ছাড়াই এবারের আইপিএলটা খেলতে হবে। চলতি আইপিএলের প্রথম চারটে ম্যাচে হেরে একেবারে কোণঠাসা চেন্নাই। চাহারের অনুপস্থিতিতে রবীন্দ্র জাদেজাদের বোলিং একেবারে সামাটা দেখিয়েছে। গত আইপিএলে চাহারের কিছু দুরন্ত স্পেল চেন্নাইকে কাপ জেতাতে সাহায্য করেছিল। আরও পড়ুন: আইপিএলে প্রথম হার গুজরাট টাইটন্সের
পয়েন্ট টেবিলের যা অবস্থা তাতে দশ দলের চলতি আইপিএলের প্লে অফে উঠতে হলে ধোনিদের এবার কার্যত সব ম্যাচ জিততে হবে।