কোচি, ২৩ ডিসেম্বর: ক্রিকেটে তথাকথিত ছোট দেশের ক্রিকেটারদের কিনে চমকে দেওয়ার অভ্যাস বজায় রাখল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। শুক্রবার কোচিতে মিনি নিলামের সারা দিন কার্যত দর্শকের ভূমিকা থাকার পর শেষের দিকে দক্ষিণ আফ্রিকা জাত নামিবিয়ার তারকা পেসার-অলরাউন্ডার ডেভিড উইসি (David Wiese)-কে কিনল কেকেআর (KKR)। ৩৭ বছরের নামিবিয়ার এই পেসারকে এক কোটি টাকায় দলে নিল শাহরুখ খানের দল। আন্দ্রে রাসেলের ব্যাকআপ হিসেবে উইসিকে নিল কলকাতা।
ক মাস আগে টি-২০ বিশ্বকাপ নামিবিয়ার হয়ে দারুণ খেলা উইসির আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল দক্ষিণ আফ্রিকার হয়ে, ২০১৫ সালে। তবে প্রোটিয়ার জার্সিতে সেভাবে নিজেকে মেলে ধরতে না পারায় বাদ পড়েন। এরপর কোলপাক ক্রিকেট খেলবেন বলে দক্ষিণ আফ্রিকার জার্সি থেকে অবসর নেন। ২০১৬-র মার্চের পর আর প্রোটিয়াদের হয়ে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে খেলেননি। পাঁচ বছর পর নামিবিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমে চমকে দেন। অস্ট্রেলিয়ায় আয়োজিত টি-২০ বিশ্বকাপে তাঁর পারফরম্যান্স নজর কাড়ে। আরও পড়ুন-নিলামে দর্শক শাহরুখ খানের দলের ভাল শিকার অবিশ্বাস্য ফর্মে থাকা নারায়ণ জগদিশাণ
দেখুন টুইট
Knight Riders ka visa for David Wiese ?#TATAIPLAuction #IPLAuction #AmiKKR #GalaxyOfKnights pic.twitter.com/XuqRxrguZP
— KolkataKnightRiders (@KKRiders) December 23, 2022
চলতি বছর টি-২০ বিশ্বকাপে এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারিয়ে চমকে দিয়েছিল নামিবিয়া। অঘটনের সেই ম্যাচে উইসি ১৬ রান দুই উইকেট তুলে নিয়ে দলের জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন। পাকিস্তান সুপার লিগে দারুণ পারফরম্যান্স করেছেন তিনি। টি-১০ ক্রিকেটেও দারুণ সফল উইসি আবুধাবি লিগে ডেকান গ্ল্যাডিয়েটার্সের হয়ে খেলে দারুণ সফল হন।