Tokyo Olympics 2020: অলিম্পিকে ফের করোনার হানা, এবার কোভিড ধরা পড়ল চেক প্রজাতন্ত্রের বিচ ভলিবলারের
অলিম্পিক ২০২০ (Photo Credits: Wikimedia Commons)

টোকিও, ১৯ জুলাই: টোকিও অলিম্পিকে খেলতে যাওয়া আরও এক ক্রীড়াবিদের করোনা রিপোর্ট পজেটিভ এল। বায়ো বাবলের মধ্যে টোকিও গেমস ভিলেজে থাকা চেক প্রজাতন্ত্রের তারকা বিচ ভলিবল খেলোয়াড় ওন্দ্রেজ পেরুসিচ (Ondrej Perusic) করোনা আক্রান্ত হলেন। ২৫ বছরের চেক প্রজাতন্ত্রের তারকা বিচ ভলিবলরাকে আইসোলেশনে রাখতে এক হোটেলে নিয়ে যাওয়া হয়েছে। গেমসে কোনও ক্রীড়াবিদ বা কর্মকর্তার কোভিড রিপোর্ট পজেটিভ এলেই টোকিওর এই হোটেলে কোয়ারিন্টাইন (নিভৃতবাস) বা আইসোলেশনে নিয়ে যাওয়া হয়। চেক প্রজাতন্ত্র দলের ডাক্তার জিরি নেউমান জানান, তাদের দলের বিচ ভলিবলার ওন্দ্রেজ পেরুসিচের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। যদিও তাঁর শারীরিক অবস্থা পুরোপুরি ঠিক আছে। কোনওরকম উপসর্গ তাঁর নেই।

এর আগে গতকাল দক্ষিণ আফ্রিকার দুই ফুটবলারের কোভিড রিপোর্ট পজেটিভ এসেছিল। দক্ষিণ আফ্রিকা দলের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের দুই ফুটবলার থাবিসো মোনিয়ান এবং কামোহেলো মাহলাতসি কোভিডে আক্রান্ত হয়েছেন। পাশাপাশি রয়েছেন ফুটবল দলের ভিডিয়ো বিশ্লেষক মারিয়ো মাসহা। সব মিলিয়ে এখন পর্যন্ত টোকিও গেমসের সঙ্গে জড়িত মোট ৫৮ জন করোনা আক্রান্ত হয়েছেন।

গেমস ভিলেজে একের পর এক অ্যাথলিট করোনা আক্রান্ত হচ্ছেন। সংগঠকদের মধ্যেও অনেকে কোভিড রিপোর্ট পজেটিভ আসছে। গেমস ভিলেজে আগামী কয়েক দিনের মধ্যে আরও অনেক ক্রীড়াবিদ আসতে চলেছেন। যেভাবে করোনার দাপট গেমস ভিলেজে শুরু হয়েছে, তাতে আগামী দিনে আরও ক্রীড়াবিদের করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকছে। গেমস শুরু হলে করোনার দাপট বাড়লে আশঙ্কা আরও বাড়বে। অনেকেই বলছেন, জাপানে এখন করোনার তৃতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে। তৃতীয় ঢেউয়ের মাঝেই শুক্রবার থেকে শুরু হচ্ছে টোকিও গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস।