চেন্নাই, ৩ এপ্রিল: দীর্ঘ ১৪২৬ দিন পর চিপকে নেমে একেবারে কাঁপিয়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। ধোনি নামলেন, ছক্কা হাঁকালেন আর হৃদয় জিতলেন। লখনৌ সুপার জায়েন্টসের বিরুদ্ধে প্রথমে ইনিংসের একেবারে শেষ ওভারে ব্যাট করতে নামেন মাহি। আর ক্রিজে নেমেই প্রথম দুটো বলে ওভার বাউন্ডারি হাঁকান মাহি। ধোনিকে বল করছিলেন গত ম্যাচে পাঁচ উইকেট নিয়ে চমকে দেওয়া লখনৌয়ের ব্রিটিশ পেসার মার্ক উড।
উডকে পরপর দুটো বলে ছক্কা মারার পর অবশ্য ধোনি (৩ বলে ১২) আউট হয়ে যান। এদিন আবার আইপিএলে পাঁচ হাজার রান পূর্ণ করলেন ধোনি। ইনিংসের শেষ ওভারের প্রথম বলে রবীন্দ্র জাদেজা আউট হওয়ার পর নেমেছিলেন ধোনি। শেষ অবধি লখনৌয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নির্ধারিত ২০ ওভারে সিএসকে করে ২১৭ রান। ওপেনার ঋতুরাজ গায়কোয়েড় ৩১ বলে ৫৭ রানের অনবদ্য ইনিংস খেলেন। আরও পড়ুন-কাল কোটলায় থাকছেন পন্থ
দেখুন ধোনির পরপর দুটো বলে ছক্কা হাঁকানোর ভিডিয়ো
MS Dhoni's two consecutive sixes tonight.
This man's aura is unmatchable! pic.twitter.com/RwADVJl6Pb
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 3, 2023
চিপকের সংস্কারের কাজ চলায় গত চার বছর এখানে খেলতে পারেনি সিএসকে ও ধোনি। শেষবার এমএ চিদাম্বরম স্টেডিয়াম বা চিপকে ধোনির চেন্নাই খেলেছিল ২০১৯ সালের ৭ মার্চ, মুম্বই ইন্ডিয়ন্সের বিরুদ্ধে। ধোনিরা চিপকে অপরাজেয়, এমনটাই মিথ। চিপকে চেন্নাইকে হারানো সত্যিই কঠিন, তা পরিসংখ্যানেও স্পষ্ট।
২০০৮-প্রথম আইপিএল থেকে চিপকে সিএসকে-কে নেতৃত্বে দিয়ে আসছেন ধোনি। মাহিকে নিয়ে চিপকে তাঁর ভক্তদের উচ্ছ্বাসের আবেগ সব কিছুকে ছাপিয়ে গেল।