Cristiano Ronaldo . (Photo Credits: X)

Cristiano Ronaldo: তাঁর জীবনে একটা অধ্যায় শেষ হল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এমন সোশ্যাল মিডিয়ায় পোস্টের পর শুরু হয়ে যায় জল্পনা। অনেকেই বলতে শুরু করে দেন সৌদি আরব থেকে পাততাড়ি গুঁটিয়ে চলে যাচ্ছেন ৪০ বছরের রোনাল্ডো। ২০২২ সালের ডিসেম্বরে আড়াই বছরের চুক্তিতে সৌদির ক্লাব আল নাসেরে যোগ দিয়েছিলেন সিআরসেভেন। বার্ষিক প্রায় ১৯৫ মিলিয়ন বা ১৯.৫ কোটি মার্কিন ডলারের চুক্তিতে রোনাল্ডোকে দলে নেয় আল নাসের। আর দিন তিনেক পরেই রোনাল্ডোর সঙ্গে আল নাসেরের চুক্তি শেষ হচ্ছে।

রেকর্ড অর্থে রোনাল্ডোর সঙ্গে দু বছরের চুক্তি করতে পারে আল হিলাল

তবে সৌদি সংবাদমাধ্যমে নিশ্চিত করা হচ্ছে, আরব মুলক ছাড়ছেন না পর্তুগীজ মহাতারকা। সৌদির আল নাসের ছেড়ে আল হিলালে (Al-Hilal Saudi FC) যোগ দিতে চলেছেন রোনাল্ডো। এমন খবরই সৌদির বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে। চলতি মরসুমে শেষে ব্রাজিলের মহাতারকা ফুটবলার নেইমার আল হিলাল (Al-Nassr FC) ছেড়েছেন। এবার নেইমারের পরিবর্তে রোনাল্ডোকে আনতে মরিয়া আল হিলাল কর্তৃপক্ষ।

আগামী বছর বিশ্বকাপে খেলতে প্রস্তুত হচ্ছেন ৪০ বছরের রোনাল্ডো

রোনাল্ডোর পিছনে রেকর্ড অর্থ খরচ করতে রাজি আছে আল হিলাল। ৪০ বছর বয়সেও রোনাল্ডোকে দুনিয়ার যে কোনও সেরা ফুটবলারকে টেক্কা দিতে পারে বলে আল হিলাল মনে করে। এবার সৌদি পেশাদার লিগে আল হিলাল দ্বিতীয় স্থানে শেষ করে, সেখানে রোনাল্ডোর আল নাসের তিন নম্বরে শেষ করে। আগামী বছর বিশ্বকাপে খেলতে প্রস্তুত হচ্ছেন ৪০ বছরের রোনাল্ডো