Cristiano Ronaldo (File Photo)

কাতারের (Qatar) বিরুদ্ধে পর্তুগালের (Portugal) প্রীতি ম্যাচে গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। গতকাল, রবিবার রাতে কাতারকে ৩-০ গোলে হারায় পর্তুগাল। রোনাল্ডো ম্যাচের ৩৭ মিনিটে গোল করে। দেশের হয়ে রোনাল্ডোর এটি ১১২তম গোল।  দেশের হয়ে এটি ছিল রোনাল্ডোর ১৮১ তম ম্যাচ। পর্তুগালের জার্সিতে গোল করার পর রোলাল্ডো লিখলেন, " দেশের জার্সিতে খেলা সব সময় গর্বের। আমি দারুণ খুশি আমার দেশ আরও একটা পরীক্ষায় সফল হল। "

এবার দেশের জার্সিতে ২০২২ ফিফা বিশ্বকাপ যোগ্যতা নির্ণয়ক পর্বের ম্যাচে খেলার কথা বলে সিআরসেভেন বলেছেন, " আরও একটা পরীক্ষা অপেক্ষা করে আছে সামনে। আমাদের সবার লক্ষ্য একটাই, ২০২২ ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতাঅর্জন করা।" আরও পড়ুন: DC vs CSK, IPL 2021 Live Cricket Streaming: কোথায়, কখন দেখবেন দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের সরাসরি সম্প্রচার

প্রসঙ্গত, ২০২২ বিশ্বকাপের মূলপর্বে ওঠার যোগ্যতা নির্ণয়ক পর্বে গ্রুপ এ-তে আছে পর্তুগালের। পর্তুগালের সঙ্গে একই গ্রুপে আছে সার্বিয়া, লুক্সেমবার্গ, রিপাবলিক অফ আয়ারল্যান্ড ও আজারবাইজান। প্রত্যেকে ৮টা করে ম্যাচ খেলবে। রোনাল্ডোরা ৫ ম্যাচে ১৩ পয়েন্ট পেয়ে দু নম্বরে আছেন। একটা ম্যাচ বেশি খেলে সার্বিয়া পেয়েছে ১৪ পয়েন্ট। মঙ্গলবার রাতে লুক্সেমবার্গের বিরুদ্ধে নামছে রোনাল্ডোরা। যে লুক্সেমবার্গ ৫ ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে থেকে কার্যত ছিটকে গিয়েছে। রোনাল্ডোর বিশ্বকাপে সরাসরি ওঠার পথে প্রধান প্রতিপক্ষ সার্বিয়া।