Ronaldo Perfume. (Photo Credits: X)

Cristiano Ronaldo Fragrance: সেলেবদের নিজের নামে পারফিউম আনার তালিকায় এবার যোগ দিলেন পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ( Cristiano Ronaldo )। অনেক ঘাম ঝরিয়ে তিনি আজ কিংবদন্তি। একের পর এক নজির গড়ে তিনি ফুটবলের সর্বকালের সেরাদের তালিকায় থাকেন। পর্তুগালের মহাতারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবার নিজের নামে সুগন্ধী বা পারফিউম নিয়ে এলেন ( Cristiano Ronaldo legacy Perfume)। ফুটবলপ্রেমী থেকে নেটিজেনদের মধ্যে তাঁর ব্যাপক জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বাজারে ঝড় তুলেন পর্তুগালের মহাতারকা আনলেন'ক্রিশ্চিয়ানো রোনাল্ডো লেগাসি'সুগন্ধী। রোনাল্ডোর গায়ের গন্ধের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হয়েছে এই পারফিউমটি।

দেখুন নিজের সুগন্ধীর বোতল হাতে রোনাল্ডো

দাম কত

খ্যাতনামা পারফিউমার পিয়ের নেগ্রিনের তৈরি করা উডি অ্যারোমেটিক অ্যাম্বার ঘরানার পারফিউম রোনাল্ডো সুগন্ধী হিসেবে বাজারে মিলবে । এর আগে বাজারে এসেছে 'CR7 EDT'-র মতো আরও কিছু জনপ্রিয় CR7 ফ্রেগরেন্স বা সুগন্ধী। এখনও জানা যায়নি এর দাম কত হতে চলেছে। তবে মনে করা হচ্ছে ১০০ মিলিমিটার রোনাল্ডো পারফিউমের দাম হতে পারে ৪০ থেকে ৬০ মার্কিন ডলার বা গড়ে ভারতীয় মুদ্রায় চার থেকে পাঁচ হাজার টাকা।

যেসব সেলেবের নিজস্ব পারফিউম লাইন আছে

এলিজাবেথ টেলর থেকে জেনিফার লোপেজ, টেলর শিফট, ভিক্টোরিয়া বেকহ্যাম, রিহানা, প্যারিস হিলটনের মত, জাস্টিন বিবার, কেটি পেরির মত তারকারা নিজেদের সুগন্ধী লঞ্চ করেছেন। প্রসঙ্গত, দেশের হয়ে ১৩৮টি গোল করার নজির আছেন রোনাল্ডো। ক্লাব ফুটবল মিলিয়ে তাঁর এখনও পর্যন্ত মোট ৯১৭টি গোল আছে।