গোলের দেখা নেই রোনাল্ডোর, সেঞ্চুরির খরা কোহলির ব্যাটে- শূন্যতায় মিলছে দুই হিরো
Virat Kohli (Photo Credits: IANS)

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Christiano Ronaldo), বিরাট কোহলি (Virat Kohli)। দুনিয়ার দুটো অন্যতম জনপ্রিয়তম দুটি খেলার আইকনকে অনেক সময়ই একই ধাঁচের বলা হয়। দুজনেই ধারাবাহিকতার প্রতীক। দুজনেই মহাসাফল্যের প্রতীক। দুজনেই নিজেদের খেলায় বেশ কিছু বিরল কৃতিত্বের মালিক। এবার সেই সিআরসেভেন (CR7) আর বিরাট কোহলি হতাশার রাস্তাতেও যেন একই পথের পথিক হলেন। রোনাল্ডোর চলছে গোলের খরা, আর কোহলির সেঞ্চুরি। রোনাল্ডোর এত গোলের খরা গত ১২ বছরে হয়নি। ২০১০ সালে রিয়াল মাদ্রিদে থাকার  সময় রোনাল্ডো ক্লাবের হয়ে টানা পাঁচ ম্যাচে গোল পাননি। সেই দু:স্বপ্নের রেকর্ডটা ছুঁলেন তিনি। আর কোহলির সেঞ্চুরির শূন্যতা তাঁর কেরিয়ারে এই প্রথম।

বিরাট কোহলি শেষবার আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করেছিলেন ২০১৯ সালের নভেম্বর। ২০২০ গিয়েছে, ২১ শেষে বাইশ সাল হয়েছে। তবু এখনও বিরাটের ব্যাটে সেঞ্চুরি নেই। আজ, বুধবার আমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে কোহলি আউট হন ১৮ রানে। আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটের মোট ৭০টি সেঞ্চুরি থেকে ৭১-এ যেতে ভক্তদের অপেক্ষার যেন শেষই হতে চাইছে না। যে বিরাট একটা সময় ৬টা আন্তর্জাতিক ইনিংসে একটা করে সেঞ্চুরি করতেন, তিনিই ৬৪টা ইনিংসে কোনও তিন অঙ্কের রানের মাইলস্টোনে যেতে পারলেন না।

দেখুন টুইট

ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরও এক অবস্থা। রোনাল্ডো গোলের খরার মধ্যে দিয়ে যাচ্ছেন। গত পাঁচটা ম্যাচে রোনাল্ডো কোনও গোল করতে পারেননি। সিআরসেভেন-এর কেরিয়ারে গত ১২ বছরে এত গোলের খরা যায়নি। মঙ্গলবার বার্নলির বিরুদ্ধে ১-১ ড্র হওয়া ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের পরিবর্ত ফুটবলার হিসেবে নেমে গোল পাননি।

দেখুন টুইট

উলভারহাম্পটন, ব্রেন্টফোর্ড, ওয়েস্ট হ্যাম, মিডলবোরব ও বার্নলির বিরুদ্ধে টানা এই পাঁচটা ম্যাচে গোল করতে পারেননি রোনাল্ডো। গত শনিবার ৩৭তম জন্মদিন পালন করেন পর্তুগিজ মহাতারকা। শনিবার সাউদাম্পটনের বিরুদ্ধে রোনাল্ডোর সামনে গোলের খরা কাটানোর সুযোগ।  সে দিনই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আমেদাবাদে  তৃতীয় তথা সিরিজের শেষ ম্যাচে নামবেন কোহলি।