Shikhar Dhawan (Photo Credit: Instagram)

দিল্লি, ৪ সেপ্টেম্বর: শিখর ধাওয়ানকে (Shikhar Dhawan ) সমন পাঠাল ইডি (ED)। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে ভারতের ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ানকে সমন পাঠানো হয়েছে। বেআইনি বেটিংঅ্যাপের অভিযোগ নিয়েই শিখর ধাওয়ানকে সমন পাঠানো হয়েছে বলে রিপোর্টে প্রকাশ।

বেআইনি বেটিং অ্যাপে নাম জড়ানোয় প্রাক্তন ক্রিকেটারকে সমন পাঠানো হয়েছে বলে খবর। সংশ্লিষ্ট অ্যাপের বেশ কিছু বিজ্ঞাপনে শিখর ধাওয়ানকে দেখা গিয়েছে। তার জেরেই ওই প্রাক্তন ক্রিকেটারকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে সমন পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।

ইডির দফতরে শিখর ধাওয়ান হাজির হলে, তাঁকে ওই অ্যাপের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর মিলছে। যদিও শিখর ধাওয়ানের তরফে এখনও এ বিষয়ে কোনও ধরনের মন্তব্য করা হয়নি।

শিখর ধাওয়ানের আগে গত মাসে সুরেশ রায়নাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। বেআইনি বেটিং অ্যাপের বিজ্ঞাপনে জড়িত থাকার অভিযোগেই এবার সুরেশ রায়নার পর শিখর ধাওয়ানকে ইডির তরফে সমন পাঠানো হয়েছে বলে খবর।

সুরেশ রায়নাকে ঠিক কত সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয় 

রিপোর্টে প্রকাশ, ক্রিকেটার সুরেশ রায়নাকে (Suresh Raina) ৮ ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সূত্রের খবর, ওই ৮ ঘণ্টা সময়ে সুরেশ রায়নাকে একাধিক প্রশ্ন করা হয়। বেআইনি বেটিং অ্যাপের সঙ্গে তিনি কীভাবে জড়িত, সে বিষয়ে প্রাক্তন ক্রিকেটারকে একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত ভারতের জন্য ১৮টি টেস্ট ম্যাচ খেলেছেন সুরেশ রায়না। ওডিআই খেলেছেন ২২৬টি। টি২০ খেলেছেন ৭৮টি। এবার সেই ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা হয়, কীভাবে তিনি বেআইনি বেটিং অ্যাপের সঙ্গে জড়িত, সে বিষয়ে।