Hasin Jahan , Mohammed Shami (Photo Credit: Instagram)

দিল্লি, ২৮ অগাস্ট: মহম্মদ শামি (Mohammed Shami) এবং হাসিন জাহানের সম্পর্ক নিয়ে নানা মুনি নানা মত প্রকাশ করেন। মহম্মদ শামি এবং হাসিন জাহানের বিয়ে (Hasin Jahan) এবং তাঁদের বিচ্ছেদ নিয়ে একসময় জোর শোরগোল শুরু হয়। পরে সেই মামলা আদালত পর্যন্ত গড়ায়। আদালতের তরফে জানানো হয়, হাসিন জাহানকে প্রত্যেক মাসে খোরপোশ দিতে হবে মহম্মদ শামিকে। যে খবর নিয়েও চর্চা শুরু হয় জোরদার।

আর এসবের মধ্যে এবার বিচ্ছেদ নিয়ে মুখে খুললেন মহম্মদ শামি। শুধু তাই নয়, হাসিন জাহানকে বিয়ে করা তাঁর জীবনের ভুল কি না, তা নিয়েও ভারতীয় দলের ক্রিকেটারকে মুখ খুলতে দেখা যায়।

একটি সংবাদমাধ্য়মের সাক্ষাৎকারে সম্প্রতি হাজির হন মহম্মদ শামি। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, হাসিন জাহানের সঙ্গে তাঁর বিয়ে নিয়ে। যার উত্তরে শামি বলেন, 'ছাড়ুন ওসব। আমি অতীত নিয়ে কোনও কথা বলতে চাই না। যা চলে গিয়েছে, তা গিয়েছে। আমি কাউকে দোষারোপ করতে চাই না এ বিষয়ে। আমি নিজেকেই নিজে দোষ দেব শুধু। আমি শুধু ক্রিকেট খলতে চাই। ক্রিকেটে মন দিতে চাই। আর কোনও বিতর্কে জড়াতে চাই না'

বিয়ে নিয়ে, পারিবারিক জীবন নিয়ে যে শুধু মহম্মদ শামিকেই বিপাকে পড়তে হয়েছে, এমন নয়। যুজবেন্দ্র চাহাল থেকে শিখর ধাওয়ান, হার্দিক পান্ডিয়াদেরও বিয়ে নিয়ে সমস্যায় পড়তে হয়েছে। বিচ্ছেদ  হয়েছে স্ত্রীর সঙ্গে। যা নিয়ে কম বিতর্ক হয়নি।

এমনকী হার্দিক পান্ডিয়ার সঙ্গে নাতাশা স্ট্যানকোভিকের বিচ্ছেদের জন্য কে বা কারা দায়ি, তা নিয়ে কম কাটাছেঁড়া হয়নি।

যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী ভর্মার বিচ্ছেদ নিয়ে এখনও চর্চা চলছে। আর জে মাহবাশের জন্যই কি যুজবেন্দ্র এবং ধনশ্রীর বিচ্ছেদ হয়েছে, তা নিয়ে জল্পনা এখনও অব্যাহত।