Zimbabwe National Cricket Team vs Sri Lanka National Cricket Team, Live Streaming: জিম্বাবয়ে জাতীয় ক্রিকেট দল বনাম শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল, টি২০ সিরিজ ২০২৫ (T20I 2025)-এর দ্বিতীয় টি২০ ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ৬ সেপ্টেম্বর মুখোমুখি হবে ZIM বনাম SL। হারারের হারারে স্পোর্টস ক্লাবে (Harare Sports Club, Harare) আয়োজিত হয়েছে এই ম্যাচ। সিকন্দর রাজার (Sikandar Raza) নেতৃত্বে জিম্বাবয়ে প্রথম টি২০-তে চার উইকেটে পরাজিত হয়। যেখানে ওপেনার ব্রায়ান বেনেট (Brian Bennett) ৫৭ বলে ৮১ রান করে দলকে ১৭৫/৭ স্কোর নিয়ে যান। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায়, ম্যাচ জেতার জন্য স্কোরটি যথেষ্ট নয়, কারণ শ্রীলঙ্কা পাঁচ বল হাতে রেখেই এই রান তাড়া করে নেয়। বিপাকে পড়লেও কামিন্দু মেন্ডিস (Kamindu Mendis) ১৬ বলে ৪১ রান করেন, ম্যাচের শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন। ZIM vs SL 2nd T20I Winning Prediction: জিম্বাবয়ে বনাম শ্রীলঙ্কা, দ্বিতীয় টি২০ ম্যাচে জয়ী হবে কোন দল? কি বলছে Winning Prediction
জিম্বাবয়ে বনাম শ্রীলঙ্কা, দ্বিতীয় টি২০ ম্যাচ
Now! if we can win today it would set up a great final tomorrow which would mean possibility of huge crouds in anticipation for the qualifiers. Maybe even if we lose in a competitive way #ZIMvSL https://t.co/OnCvU7adM3— Baynham Goredema 🇿🇼 🇿🇦 (@bayhaus) September 6, 2025
জিম্বাবয়ের স্কোয়াডঃ ডিওন মায়ার্স, ব্রায়ান বেনেট, ক্লাইভ মাদান্দে (উইকেটরক্ষক), সিকান্দর রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, তাশিঙ্গা মুসেকিওয়া, টনি মুনিওঙ্গা, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড গারভা, ব্লেসিং মুজারাবানি, ট্রেভর গোয়ান্ডু, টিনোটেন্ডা মাপোসা, ব্র্যাড ইভান্স, তাদিওয়ানাশে মারুমানি, ব্রেন্ডন টেলর, শন উইলিয়ামস।
শ্রীলঙ্কার স্কোয়াডঃ পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কুশল পেরেরা, চরিথ আসালঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, চামিকা করুণারত্নে, দুনিথ ওয়েলালাগে, মাহিশা থিকসানা, বিনুরা ফার্নান্দো, নুয়ান তুশারা, মাথিশা পাথিরানা, দুষ্মন্ত চামিরা, নুওয়ানিডু ফার্নান্দো, কামিল মিশারা, দুশান হেমন্ত, ভিশেন হালামবেজ, কামিন্ডু মেন্ডিস।
জিম্বাবয়ে বনাম শ্রীলঙ্কা টি২০ সিরিজের সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে জিম্বাবয়ে বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টি২০ ম্যাচ?
৬ সেপ্টেম্বর হারারের হারারে স্পোর্টস ক্লাবে (Harare Sports Club, Harare) আয়োজিত হবে জিম্বাবয়ে বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টি২০ ম্যাচ।
কখন থেকে শুরু হবে হবে জিম্বাবয়ে বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টি২০ ম্যাচ?
জিম্বাবয়ে বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টি২০ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় আজ বিকেল ৫টায় এবং বাংলাদেশ সময় বিকেল ৫ঃ৩০টায়।
ভারতে এবং বাংলাদেশে টিভিতে কোথায় দেখবেন জিম্বাবয়ে বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টি২০ ম্যাচ?
জিম্বাবয়ে বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টি২০ ম্যাচ ভারতে সম্প্রচার করা হবে না তবে বাংলাদেশে সরাসরি সম্প্রচার করা হবে টি স্পোর্টসে (T Sports)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন জিম্বাবয়ে বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টি২০ ম্যাচ
জিম্বাবয়ে বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টি২০ ম্যাচ অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে ফ্যানকোড অ্যাপে (FanCode App) এবং বাংলাদেশে দেখা যাবে Tapamad অ্যাপে।