Zimbabwe National Cricket Team vs New Zealand National Cricket Team: জিম্বাবয়ে জাতীয় ক্রিকেট দল বনাম নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল, জিম্বাবয়ে টি২০ ত্রিদেশীয় সিরিজ ২০২৫ (ZIM T20I Tri-Series 2025)-এর তৃতীয় টি২০ ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। আজ, ১৮ জুলাই হারারে স্পোর্টস ক্লাবে (Harare Sports Club, Harare) মুখোমুখি হয়েছে ZIM বনাম NZ। প্রথম ম্যাচে জয়ে আত্মবিশ্বাসী হয়ে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। অধিনায়ক মিচেল স্যান্টনার (Mitchell Santner)-এর সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে শুরু থেকেই ভালো বোলিং করে কিউই তারকারা। ব্রায়ান বেনেটকে (Brian Bennett) ২১ রানে আউট করেন ম্যাট হেনরি (Matt Henry)। এরপর ৮ রানে ক্লাইভ মাদান্দেকে (Clive Madande) আউট করেন রচিন রবীন্দ্র (Rachin Ravindra)। ভালো শুরু করা ওয়েসলি মাধেভেরে (Wessly Madhevere) ৩৬ রানে অ্যাডাম মিলনের (Adam Milne) বলে বোল্ড আউট হন। ZIM vs NZ 3rd T20I Toss Update: জিম্বাবয়ে ত্রিদেশীয় সিরিজ তৃতীয় টি২০ ম্যাচে টসে জিতে প্রথমে বল করছে নিউজিল্যান্ড
জিম্বাবয়ে বনাম নিউজিল্যান্ড, জিম্বাবয়ে ত্রিদেশীয় সিরিজ তৃতীয় টি২০ ম্যাচ স্কোরকার্ড
Time to chase in Harare! Matt Henry led the bowling unit (3-26). Follow the chase LIVE and free in NZ on @threenownz 📺 Live scoring | https://t.co/CwgBIJtfNi #ZIMvNZ #CricketNation 📸 = Zimbabwe Cricket pic.twitter.com/gJTJHUUKUh
— BLACKCAPS (@BLACKCAPS) July 18, 2025
এরপর মাইকেল ব্রেসওয়েল (Michael Bracewell) ১২ রানে রায়ান বার্লকে (Ryan Burl) আউট করেন। অধিনায়ক সিকান্দর রাজা (Sikandar Raza)-ও ১২ রানে কিউই অধিনায়ক স্যান্টনারের বলে ১২ রানে আউট হন। এরপর মাত্র ৪ রানে ম্যাট হেনরির বলে আউট হন তাশিঙ্গা মুসেকিওয়া (Tashinga Musekiwa)। এরপর জিম্বাবয়ের লোয়ার অর্ডার দলের স্কোর ৯৮/৬ থেকে ১২০ অবধি নিয়ে যায়। শেষে ম্যাট হেনরির বলে টনি মুনিওঙ্গা (Tony Munyonga) আউট হলে জিম্বাবয়ের খেলা শেষ হয় ১২০/৭ স্কোরে। ম্যাট হেনরির ঝুলিতে এসেছে ৩ উইকেট।