ZIM vs AFG 3rd T20I Highlights: হারারে স্পোর্টস ক্লাবে শেষ ওভারে আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মহম্মদ নবী তিন বলে ৭ রান করে শনিবার টি-টোয়েন্টিতে জিম্বাবয়েকে তিন উইকেটে হারিয়েছে এবং ২-১ ব্যবধানে সিরিজে জয় পেয়েছে। প্রথম বলে নবী একটি চার মারার পর একটি দুই ও একটি সিঙ্গেল নিয়ে দলকে জয় এনে দেন। শুক্রবার ৫০ রানের জয় পায় সফরকারীরা। আরেক অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইয়ের পর দ্বিতীয় সেরা আফগান ব্যাটার হিসেবে ২৪ রানে অপরাজিত থাকেন নবী। জিম্বাবয়ে ১৯.৫ ওভারে ১২৭ রান করে এবং আফগানিস্তান তিন বল বাকি থাকতেই ১২৮-৭ রান করে আফগানিস্তানের বিপক্ষে টানা ষষ্ঠ টি-টোয়েন্টি সিরিজ জিতে নেয়। আফগান অধিনায়ক রাশিদ খান টানা তৃতীয় টস জিতে নিলেও আগের ম্যাচে প্রথমে ব্যাট করার পর সিরিজ নির্ণায়ক ম্যাচে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। আফগানিস্তানের হয়ে রাশিদ ২৭ রানে ৪ উইকেট নেন। ZIM vs AFG 2nd T20I Highlights: দারবিশ রসুলির হাফ সেঞ্চুরিতে জয় আফগানদের, সমতায় জিম্বাবয়ের বিপক্ষে সিরিজ
𝐀𝐅𝐆𝐇𝐀𝐍𝐈𝐒𝐓𝐀𝐍 𝐖𝐈𝐍 𝐓𝐇𝐄 𝐒𝐄𝐑𝐈𝐄𝐒 𝟐-𝟏 🙌#AfghanAtalan have put on a remarkable performance to successfully chase down the target and secure a 2-1 series victory in the three-match T20I series against Zimbabwe. 👏#ZIMvAFG | #GloriousNationVictoriousTeam pic.twitter.com/Moba5WkAqB
— Afghanistan Cricket Board (@ACBofficials) December 14, 2024
জিম্বাবয়ের পক্ষে ওপেনার ব্রায়ান বেনেট ৩১ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তান ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়লে ওমরজাই ও গুলবাদিন নাইবের (২২) পঞ্চম উইকেটে ৪৮ রানের জুটি আফগানদের দলের ভারসাম্য বাঁচিয়ে রাখে। এরপর যখন আফগানরা জয়ের জন্য আত্মবিশ্বাসী ঠিক তখনই ১৩ বল বাকি থাকতে ওমরজাই সিকান্দার রাজার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। এরপর জিম্বাবয়ের দিকে খেলা ঘুরলে ১৮ বলের ইনিংসে তিনটি চারের সাহায্যে সেই আশা শেষ করে দেন নবী। কোনো দলই ছক্কা হাঁকাতে না পারলেও জিম্বাবয়ে ১১টি চার মারে, যা আফগানিস্তানের চেয়ে দুটি বেশি। এরপর মঙ্গলবার থেকে হারারেতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও বুলাওয়েতে দুটি টেস্ট খেলবে দুই ম্যাচের ওয়ানডে।