Ravindra Jadeja: কেপ টাউনে দ্বিতীয় টেস্টে খেলবেন রবীন্দ্র জাদেজা?
Ravindra Jadeja (Photo Credit: Johns./ X)

সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল টিম ইন্ডিয়া যার ফলে পুরো ইনিংস ও ৩২ রানের বড় হারের সম্মুখীন হয়। সেই টেস্টে ৭ ও ৮ নম্বরে আর অশ্বিন ও শার্দূল ঠাকুরকে খেলিয়েও কোনও লাভ হয়নি। সেঞ্চুরিয়নে টেস্টের শুরুতেই পিঠে ব্যাথা অনুভব করেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। তবে পিটিআই সূত্রে খবর, টেস্টের তৃতীয় দিনে সেঞ্চুরিয়নে অনুশীলনে দেখা যায় জাদেজাকে। জাদেজা ৩০ থেকে ৪০ মিটার শর্ট রান দৌড়ানোর আগে কিছুটা ওয়ার্ম-আপ করেন তিনি। এরপর প্রথম টেস্টের জন্য বেঞ্চে বসা আরেক ভারতীয় বোলার মুকেশ কুমারের সঙ্গে ২০ মিনিট বোলিং করেন জাদেজা। ভারতের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ রজনীকান্ত পুরো ব্যাপারটার তদারকি করেন। Ajinkya Rahane: ডাকিলেই যাইবোর ঢঙে ব্যাটিং প্র্যাক্টিসের ভিডিও পোস্ট রাহানের

রিপোর্টে বলা হয়েছে, জাদেজাকে ধারাবাহিকভাবে এক জায়গায় বল করতে দেখা যায় এবং পুরো সেশন জুড়েই তার পিঠের কোনও সমস্যা দেখা যায়নি। দু'বারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালিস্টদের দক্ষিণ আফ্রিকার কাছে নতি স্বীকার করে নেওয়ার পর সিরিজ সমতায় ফেরানোর জন্য ভারতের কাছে এটি সুখবর। ৩ জানুয়ারি থেকে সিরিজের শেষ টেস্ট শুরু হওয়ার কারণে ম্যাচ ফিট হওয়ার জন্য জাদেজার হাতে এখনও বেশ কিছু দিন সময় রয়েছে। বিসিসিআই-এর তরফে জানানো হয়েছে, বক্সিং ডে টেস্টের দিন সকালে রবীন্দ্র জাদেজার কোমরের ওপরের দিকে ব্যাথা ছিল, সেই কারণে প্রথম টেস্টে খেলার সুযোগ পাননি তিনি। অনেকেই মনে করছেন, জাদেজার জায়গায় ভারত প্রথম টেস্টে বাড়তি ব্যাটসম্যানকে খেলাতে পারত, কিন্তু টিম ম্যানেজমেন্ট অশ্বিনকে খেলায় যিনি মাত্র একটি উইকেট নেন এবং ব্যাট হাতে দুই ইনিংসেই ব্যর্থ হন।