আজ, শুক্রবার ১৬ আগস্ট গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকা টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। এরপর ব্যাট করতে নেমে প্রোটিয়া বোলিংয়ের সামনে দিশাহীন হয়ে দিনের খেলা শেষ করে। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টেস্ট ক্রিকেটের প্রথম দিনেই ১৭ উইকেটের পতন ঘটেছে। ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে বৃষ্টির কারণে ১৪৮ ওভার নষ্ট হওয়ার পর দ্বিতীয় টেস্ট শুরু হয় বিপরীত কায়দায়। শামার জোসেফ (৩৩ রানে ৫) ও জেইডেন সিলেস (৪৫ রানে ৩) উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের মেরুদণ্ড ভাঙেন। কিন্তু নান্দ্রে বার্গার (৩২ রানে ২ উইকেট) ও উইয়ান মুল্ডার (১৮ রানে ৪ উইকেট) ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে ৯৭ রানে বিপাকে ফেলতে ছাড়েননি। Shamar Joseph Five Wickets Haul: এক ওভারে ২ উইকেট! দেখুন, ঘরের মাঠে অভিষেক টেস্টে পাঁচ উইকেট নিলেন শামার জোসেফ
A third five-wicket haul for Shamar Joseph in just his fifth Test match for the West Indies 👏#WIvSA | #WTC25
More👉 https://t.co/R5FgjPLoft pic.twitter.com/9VX4xne0ZW
— ICC (@ICC) August 16, 2024
দক্ষিণ আফ্রিকা স্কোয়াডঃ এইডেন মার্করাম, টনি ডি জোরজি, ট্রিস্টান স্টাবস, টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, রায়ান রিকেলটন, কাইল ভেরিন (উইকেটরক্ষক), উইয়ান মুল্ডার, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, লুঙ্গি এনগিডি, ম্যাথু ব্রিৎজকে, নান্দ্রে বার্গার, ডেন প্যাটারসন, মিগেল প্রিটোরিয়াস, ডেন পিট।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডঃ ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), মিকাইল লুই, অ্যালিক আথানাজে, কাভেম হজ, জেসন হোল্ডার, জশুয়া দা সিলভা (উইকেটরক্ষক), গুদাকেশ মোতি, শামার জোসেফ, জেডেন সিলস, কেমার রোচ, জোমেল ওয়ারিকান, কেসি কার্টি, টেভিন ইমল্যাচ, ব্রায়ান চার্লস, জাস্টিন গ্রিভস।
কবে, কোথায় আয়োজিত হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ?
১৬ আগস্ট গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে (Providence Stadium, Guyana) দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা।
কখন থেকে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ?
ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ?
ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচটি ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে না।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ?
ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে ফ্যানকোড অ্যাপে।