West Indies National Cricket Team vs Pakistan National Cricket Team, Live Streaming: ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল বনাম পাকিস্তান জাতীয় ক্রিকেট দল, টি২০ সিরিজ ২০২৫ (T20I 2025)-এর তৃতীয় টি২০ ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আগামিকাল, ৪ আগস্ট মুখোমুখি হবে WI বনাম PAK। ফ্লোরিডার লডারহিলের সেন্ট্রাল ব্রাওয়ার্ড রিজওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে (Central Broward Regional Park Stadium Turf Ground, Lauderhill, Florida) আয়োজিত হয়েছে এই ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ম্যাচে ২ উইকেটে জিতেছে। ১-১ সমতায় থাকা এই সিরিজে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেছেন হাসান নওয়াজ (Hasan Nawaz) এবং সর্বোচ্চ ৬টি উইকেট নিয়েছেন মহম্মদ নওয়াজ (Mohammad Nawaz)। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেছেন জুয়েল অ্যান্ড্রু (Jewel Andrew)। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন জেসন হোল্ডার (Jason Holder)। WI vs PAK 3rd T20I Winning Prediction: ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান, তৃতীয় টি২০ ম্যাচে জয়ী হবে কোন দল? কি বলছে Winning Prediction
ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান টি২০ সিরিজ
The Men in Green fell short in the 2nd T20I despite a strong second-half bowling effort. All eyes are now on the decider as they look to seal the series! 👊#WIvPAK #ACC pic.twitter.com/dAtZHRlD27
— AsianCricketCouncil (@ACCMedia1) August 3, 2025
ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডঃ ব্র্যান্ডন কিং, শাই হোপ (অধিনায়ক), কেইসি কার্টি, শেরফেন রাদারফোর্ড, শিমরন হেটমেয়ার, রোমারিও শেফার্ড, জেসন হোল্ডার, ম্যাথু ফোর্ড, আলজারি জোসেফ, আকিল হোসেন, জেডিয়া ব্লেডস, এভিন লুইস, রোস্টন চেজ, জুয়েল অ্যান্ড্রু, রোভম্যান পাওয়েল, গুদাকেশ মোতি।
পাকিস্তানের স্কোয়াডঃ হাসান নওয়াজ (অধিনায়ক), শাহিন আফ্রিদি (সহ-অধিনায়ক), হাসান তালাত, ফাহিম আশরফ, ফাহিম আফ্রিদি, হারিস রউফ, খুশদিল শাহ, ফাহিম জামান, হাসান আলি, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান টি২০ সিরিজের সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান তৃতীয় টি২০ ম্যাচ?
৪ আগস্ট ফ্লোরিডার লডারহিলের সেন্ট্রাল ব্রাওয়ার্ড রিজওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে (Central Broward Regional Park Stadium Turf Ground, Lauderhill, Florida) আয়োজিত হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান তৃতীয় টি২০ ম্যাচ।
কখন থেকে শুরু হবে হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান তৃতীয় টি২০ ম্যাচ?
ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান তৃতীয় টি২০ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় আগামিকাল ভোর ৫ঃ৩০টায়।
ভারতে এবং বাংলাদেশে টিভিতে কোথায় দেখবেন ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান তৃতীয় টি২০ ম্যাচ?
ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান তৃতীয় টি২০ ম্যাচ ভারতে সরাসরি সম্প্রচার করা হবে না।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান তৃতীয় টি২০ ম্যাচ
ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান তৃতীয় টি২০ ম্যাচ অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে ফ্যানকোড অ্যাপে (FanCode App)।