WI VS PAK 3RD ODI (Photo Credit: X)

West Indies National Cricket Team vs Pakistan National Cricket Team, Live Streaming: ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল বনাম পাকিস্তান জাতীয় ক্রিকেট দল, ওয়ানডে সিরিজ ২০২৫ (ODI 2025)-এর তৃতীয় ওয়ানডে ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ১২ আগস্ট মুখোমুখি হবে WI বনাম PAK। ত্রিনিদাদের তারোবার ব্রায়ান লারার স্টেডিয়ামে (Brian Lara Stadium, Tarouba, Trinidad) আয়োজিত হবে এই ম্যাচ। ম্যান ইন গ্রিন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতায় আছে দুই দল।  ত্রিনিদাদ ও টোবাগোর ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায়। পাকিস্তান নির্ধারিত ৩৭ ওভারে ৭ উইকেটে ১৭১ রান তোলে। হাসান নওয়াজ ৩৬ রানে অপরাজিত থাকেন। হুসেন তালাত করেন ৩১ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেইডেন সিলস্ তিনটি উইকেট নেন। ম্যাচ জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজকে ৩৫ ওভারে ১৮১ রান করতে হতো। ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেট হারিয়ে ১০ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায়। রস্টন চেজ ৪৯ রানে অপরাজিত থাকেন। শেরফান রাদারফোর্ড ৪৫ রান করেন। পাকিস্তানের হয়ে মহম্মদ নওয়াজ ও হাসান আলি দুটি করে উইকেট নিয়েছেন। রস্টন চেজ ম্যাচের সেরা হয়েছেন। সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ আজ একই মাঠে অনুষ্ঠিত হবে।

ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডঃ ব্র্যান্ডন কিং, জাস্টিন গ্রিভস, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক/উইকেটরক্ষক), শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, আমির জাঙ্গু, রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড, গুদাকেশ মোতি, শামার জোসেফ, জেডেন সিলস, জেডিয়া ব্লেডস, জুয়েল অ্যান্ড্রু, এভিন লুইস।

পাকিস্তানের স্কোয়াডঃ আবদুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক/উইকেটরক্ষক), সলমন আলী আগা, হুসেন তালাত, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, আবরার আহমেদ, হাসান আলী, সুফিয়ান মুকিম, ফাহিম আশরফ, মহম্মদ হ্যারিস, হাসান নওয়াজ, সাইম আইয়ুব, মহম্মদ নওয়াজ।

  • ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান ওয়ানডে সিরিজের সম্প্রচার সূচি

    কবে, কোথায় আয়োজিত হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান তৃতীয় ওয়ানডে ম্যাচ?

আজ অর্থাৎ ১২ আগস্ট ত্রিনিদাদের তারোবার ব্রায়ান লারার স্টেডিয়ামে (Brian Lara Stadium, Tarouba, Trinidad) আয়োজিত হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান তৃতীয় ওয়ানডে ম্যাচ।

কখন থেকে শুরু হবে হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান তৃতীয় ওয়ানডে ম্যাচ?

ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান তৃতীয় ওয়ানডে ম্যাচ শুরু হবে ভারতীয় সময় আজ সন্ধ্যা ৭টায় (IST 7.00PM), যার টস হবে ৩০মিনিট আগে সন্ধ্যা ৬.৩০টায়।

ভারতে এবং বাংলাদেশে টিভিতে কোথায় দেখবেন ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান তৃতীয় ওয়ানডে ম্যাচ?

ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান তৃতীয় ওয়ানডে ম্যাচ ভারতে সরাসরি সম্প্রচার করা হবে না।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান তৃতীয় ওয়ানডে ম্যাচ

ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান তৃতীয় ওয়ানডে ম্যাচ অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে ফ্যানকোড অ্যাপে (FanCode App)।