ইংল্যান্ডের ফাস্ট বোলার সাকিব মাহমুদের তিন উইকেটের সুবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে তিন উইকেটের জয় পেয়েছে ইংল্যান্ড। মাত্র ১৪৬ রানের লক্ষ্য ইংল্যান্ড সাত উইকেট পড়লেও চার বল বাকি থাকতেই জয় পায়। উইল জ্যাকসের (৩২) সাথে ৩৮ ও লিয়াম লিভিংস্টোনের সাথে ৩৯ রানের জুটিতে স্যাম কারান ৪১ রান করেন। লিভিংস্টোনের ক্যাচ ৬, ৮ ও ২১ রানে ফেলা হলে সেই সুযোগ কাজে লাগিয়ে মূল্যবান ৩৯ রান করেন তিনি। প্রতিটি ক্যাচ ফেলে ম্যাচ আয়োজক দলের মুঠো থেকে ফসকে যায়। শেষ ওভারে জয়সূচক রানের সময় ক্রিজে ছিলেন জেমি ওভারটন (৪) ও রেহান আহমেদ (৫)। ম্যাচের প্রথম ওভারে এভিন লুইসকে (৩) আউট করে রোস্টন চেজ (৭) ও শিমরন হেটমায়ারকে (২) আউট করে ৬ ওভারের পাওয়ার প্লে শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩৯-৫ হয়ে যায়। অধিনায়ক রোভম্যান পাওয়েলের ৫৪ রানের সুবাদে টপ অর্ডারের ব্যর্থতার পর ওয়েস্ট ইন্ডিজের স্কোর দাঁড়ায় ১৪৫-৮। Glenn Maxwell: পাক বধে নায়ক গ্লেন ম্যাক্সওয়েল, টি-টোয়েন্টিতে ১০ হাজার রান পূর্ণ অজি তারকার
ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড
A T20I series victory for England in the Caribbean 👏#WIvENG 📝 https://t.co/g9YpumfxcR pic.twitter.com/hmhEZWsSfl
— ICC (@ICC) November 15, 2024
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম দুটি ম্যাচের প্রতিটিতে পাওয়ার প্লেতে তিনটি উইকেট হারিয়েছে ফলে ইংল্যান্ড যথাক্রমে আট উইকেট এবং সাত উইকেটে ম্যাচ জিতে যায়। প্রথম ম্যাচে লুইস, ব্র্যান্ডন কিং ও হেটমায়ারের উইকেটসহ মাহমুদ নেন ২৪ রানে ৪ উইকেট এবং দ্বিতীয় ম্যাচে ২০ রানে নেন ২ উইকেট। ম্যাচের আগে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার টস জিতে দলকে সুবিধা এনে দেন। ভেজা আউটফিল্ডের কারণে খেলা ৪৫ মিনিট দেরিতে শুরু হয়। সিরিজের প্রথম দুই ম্যাচ এবং আগের ওয়ানডে সিরিজের তিন ম্যাচের সবগুলোতেই টস জিতেছে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের শুরুতে টপ অর্ডার ব্যাটারদের বেপরোয়াভাবে ব্যাটিংই তিন ম্যাচে হারের মূল কারণ। শনি ও রবিবার সেন্ট লুসিয়ায় হবে সিরিজের চতুর্থ ও পঞ্চম ম্যাচ আয়োজিত হবে।