West Indies National Cricket Team vs England National Cricket Team, 2nd ODI: শনিবার (২ নভেম্বর) স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর সিরিজে আরও একধাপ এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। এভিন লুইস ৯৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে এবং পুরো ইংল্যান্ড দলের চেয়ে চারগুণ বেশি ছক্কা মেরে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে আট উইকেটের জয় এনে দেন। ইংল্যান্ড ২০৯ রান করার পর ওয়েস্ট ইন্ডিজের রান তাড়া করতে নামে। তবে বৃষ্টির কারণে খেলায় কিছু দেরি হয়। ইনিংসের মাঝে বৃষ্টির দেরিতে কোনও ওভার নষ্ট না হলেও ১৫তম ওভারের পর লম্বা সময়ের জন্য খেলা বন্ধ থাকে। বিরতির পর ওয়েস্ট ইন্ডিজের রান তাড়া করতে নেমে আসে ১৫ ওভারের খেলায়। তা সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজের মনোযোগ নষ্ট হয়নি এবং তারা আট উইকেটের জয় নিশ্চিত করে। ICC Men's Cricket World Cup League 2 Live Streaming: মার্কিন যুক্তরাষ্ট্র বনাম নেপাল, আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লীগ ২, সরাসরি দেখুন
ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড, প্রথম ওয়ানডের সেরা মুহূর্ত
The athleticism of Alzarri Joseph takes our CG United Moment of the Match in the 1st ODI!🔥#TheRivalry | #MatchMoment pic.twitter.com/Bicuwk5W9J
— Windies Cricket (@windiescricket) November 1, 2024
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডঃ কেসি কার্টি, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, শিমরন হেটমায়ার, শাই হোপ (অধিনায়ক), শেরফানে রাদারফোর্ড, রোস্টন চেজ, রোমারিও শেফার্ড, জুয়েল অ্যান্ড্রু, হেইডেন ওয়ালশ, আলজারি জোসেফ, শামার জোসেফ, গুডাকেশ মোতি, জেডেন সিলস, ম্যাথু ফোর্ডে।
ইংল্যান্ড স্কোয়াডঃ লিয়াম লিভিংস্টোন (অধিনায়ক), ফিলিপ সল্ট, জর্ডান কক্স, উইল জ্যাকস, স্যাম কারান, ড্যান মুসলে, জ্যাকব বেথেল, মাইকেল-কাইল মরিচ (উইকেটরক্ষক), জেমি ওভারটন, জোফরা আর্চার, রেহান আহমেদ, রিস টপলি, আদিল রশিদ, সাকিব মাহমুদ, জন টার্নার, জাফর চৌহান।
কবে, কোথায় আয়োজিত ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ?
২ নভেম্বর অ্যান্টিগুয়ার নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে (Sir Vivian Richards Stadium, North Sound, Antigua) আয়োজিত হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ।
কখন থেকে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ?
ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড, দ্বিতীয় ওয়ানডে ।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ?
ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ ভারতে টিভিতে সম্প্রচার করা হবে না।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ?
ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে ফ্যানকোড (FanCode) অ্যাপে।