West Indies vs Bangladesh 2nd Test Highlights: জ্যামাইকার সাবিনা পার্কে ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথম জয়ের পর টেস্ট সিরিজ ১-১ সমতায় এনেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে জাকের আলীর পাল্টা আক্রমণে ৯১ রানের সুবাদে আয়োজকদের ২৮৭ রানের টার্গেট দেয় বাংলাদেশ। সেখানে পাঁচ উইকেট নিয়ে জয়ের নায়ক হন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ২৯ রানে থাকা জাকের আলজারি জোসেফের বলে বাউন্ডারি হাঁকিয়ে দিন শুরু করেন। এরপরে ব্যাটারকে ভয়ঙ্কর বাউন্সারের মুখোমুখি হতে হয়। একটি বল তো সোজা হেলমেটের ক্রেস্টে আঘাত করে। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ পেসের বাউন্সের জ্বালা সহ্য করতে না পেরে স্লিপে ক্যাচ দেন তাইজুল। এরপর আট নম্বরে নামা মুমিনুলকে শূন্য রানে আউট করে ম্যাচে ফেরার চেষ্টা করে আয়োজকরা। BAN U19 vs NEP U19 Scorecard: নেপালকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপে জয় বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ দলের
ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, দ্বিতীয় টেস্ট
Taijul Islam's five-wicket haul helps Bangladesh to victory in Jamaica 👏#WIvBAN 📝 https://t.co/J9qsQIllzv#WTC25 pic.twitter.com/Xjx78wza31
— ICC (@ICC) December 3, 2024
জাকের প্রতিটি কঠিন বল খেলতে সক্ষম হন, ওয়েস্ট ইন্ডিজ তাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলার চেষ্টা করলেও লাভ হয়নি। এক কথায় তাঁর টেকনিক ছিল মন্ত্রমুগ্ধ করা। কিন্তু তার এবং বাংলাদেশের হতাশার কারণ হল টেল এন্ড থেকে সেরকম সঙ্গ পাননি জাকের। হাসান মাহমুদ প্রথম স্লিপে আউট হন এরপর তাসকিন আহমেদও তাকে অনুসরণ করেন। শেষ চার ব্যাটসম্যান মোট চার রানের অবদান রাখেন। তবে আলজারি ও শামার জোসেফের শর্ট বলে জাকের তাঁর রানের গতি অব্যাহত রেখে তিন ওভারের দুটি চার ও দুটি ছক্কা হাঁকিয়ে নব্বইয়ে পৌঁছে যান তিনি। আলজারির বলে উইকেট দিলে সেঞ্চুরি থেকে নয় রান কমে ২৬৮ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা।
Taijul Spins His Way to Glory! 🌟🎯
Taijul Islam claims the Player of the Match award with a sensational six-wicket haul, turning the game in Bangladesh’s favor! 🏏
PC: West Indies Cricket#BCB #Cricket #Bangladesh #WIvBAN #WTC25 pic.twitter.com/BQm5WsrqBu
— Bangladesh Cricket (@BCBtigers) December 4, 2024
২৮৭ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে মিকাইল লুইস ও ক্রেইগ ব্র্যাথওয়েট প্রথম ইনিংসের মতো অ্যাপ্রোচ দেখাননি। বাংলাদেশের তাইজুল এরপর উইকেট নিয়ে খেলা ঘুরিয়ে দেয়। সেইসময় ব্র্যাথওয়েট দ্রুত কয়েকটি বাউন্ডারি হাঁকিয়ে বাংলাদেশকে কিছুটা ধাক্কা দেন কিন্তু শিকার হন তাইজুলের। এরপর কেসি কার্টির উইকেট নেন তাসকিনের। অ্যালিক আথানাজে চেষ্টা করলেও শিকার হন তাইজুলের। তবে লাঞ্চ পর্যন্ত মেহেদী হাসান মিরাজ ও তাইজুল একসঙ্গে বোলিং করলেও আর কোনো উইকেট পড়েনি। এরপর শেষ সেশনে কেভাম হজ পঞ্চাশে পৌঁছান কিন্তু তিনি তাইজুলের শিকার হলে ২৯ রানে শেষ ৫ উইকেট হারায় আয়োজকরা। জাস্টিন গ্রিভস ও জোশুয়া দা সিলভাও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের তৃতীয় পাঁচ উইকেট নেওয়া তাইজুলের শিকার হন। অন্যদিকে হাসান ও নাহিদ দুই ওভারের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজের টেলকে ওড়াতে বেশী সময় নেয়নি।