West Indies National Cricket Team vs Bangladesh National Cricket Team, 2nd Test: ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল বনাম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আজ, দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে মুখোমুখি হবে। শনিবার সাবিনা পার্কে দ্বিতীয় টেস্ট ভেজা আউটফিল্ড ও খারাপ আলোর কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৯-২ রানে দিন শেষ করে বাংলাদেশ। স্যাঁতসেঁতে পার্কে প্রথম দুটি সেশনের খেলায় সম্ভব হয়নি। পরে তিন ঘন্টার খেলাটি ৪৫ ওভারে নামিয়ে আনা হয়। কিন্তু প্রথম দিন খারাপ আলোয় মাত্র ৩০ ওভার খেলা সম্ভব হয়। কিংস্টনে প্রতিটি নির্ধারিত ম্যাচের দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তাই আজকেও খেলা কতটা হয় সেটাই দেখার। অ্যান্টিগায় প্রথম টেস্ট ২০১ রানে জেতা সেই একাদশই ধরে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। পেসার কেমার রোচ প্রথম সাত ওভারে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হককে আউট করে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ১০ রান করে দেন। সেখান থেকে ওপেনার সাদমান ইসলাম অর্ধশতক করে শাহাদাত হোসেনের থেকে ঘুরে দাঁড়ান। Shakib Al Hasan: ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নয়, বাংলাদেশের চেয়ে টি-টেন লিগকে প্রাধান্য দিচ্ছেন সাকিব আল হাসান
ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, দ্বিতীয় টেস্ট
Bangladesh Tour of West Indies 2024
West Indies 🆚 Bangladesh | 2nd Test | Day 01
STUMPS | Bangladesh 69/2 (30 ov)
Match Details: https://t.co/h79xSUCAtA#BCB #Cricket #Bangladesh #WIvBAN #WTC25 pic.twitter.com/s6mThCxqU4
— Bangladesh Cricket (@BCBtigers) December 1, 2024
ওয়েস্ট ইন্ডিজ দলঃ ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), মিকাইল লুই, কেসি কার্টি, অ্যালিক আথানাজে, কাভেম হজ, জাস্টিন গ্রিভস, জোশুয়া দা সিলভা (উইকেটরক্ষক), আলজারি জোসেফ, জোমেল ওয়ারিকান, জেডেন সিলস, শামার জোসেফ, কেভিন সিনক্লেয়ার, অ্যান্ডারসন ফিলিপ, তেভিন ইমল্যাচ, কেমার রোচ।
বাংলাদেশ দলঃ মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মমিনুল হক, শাহাদাত হোসেন দীপু, লিটন দাস (উইকেটরক্ষক), জাকির আলী, মেহদি হাসান মিরাজ (অধিনায়ক), তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মুরাদ, মাহিদুল ইসলাম অঙ্কন।
কবে, কোথায় আয়োজিত ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ?
১ ডিসেম্বর জ্যামাইকার কিংস্টনের সাবিনা পার্কে (Sabina Park, Kingston, Jamaica) আয়োজিত হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ।
কখন থেকে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ?
ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮ঃ৩০টায় এবং বাংলাদেশ সময় রাত ৯টায়। ।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ?
ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ ভারতে টিভিতে সম্প্রচার করা হবে না।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ?
ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে ফ্যানকোড (FanCode) অ্যাপে এবং বাংলাদেশে দেখা যাবে টফি (Toffee) অ্যাপে।